এক্সপ্রেসওয়ের রেলিংয়ে ধাক্কা লেগে অ্যাম্বুলেন্সে আগুন, নিহত অন্তত ৫

অ্যাম্বুলেন্সে থাকা পাঁচ থেকে সাতজন যাত্রী দগ্ধ হয়ে মারা গেছেন বলে জানিয়েছে পুলিশ। আজ শনিবার দুপুরে ফরিদপুরের ভাঙ্গায় বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে
ছবি: সংগৃহীত

ফরিদপুরে একটি অ্যাম্বুলেন্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অ্যাম্বুলেন্সে থাকা পাঁচ থেকে সাতজন যাত্রী দগ্ধ হয়ে মারা গেছেন বলে জানিয়েছে পুলিশ। আজ শনিবার বেলা ১১টার দিকে ভাঙ্গার চান্দ্রা ইউনিয়নের মালিগ্রাম ফ্লাইওভার এলাকায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কে (ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে) এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় ওই অ্যাম্বুলেন্সের চালক মৃদুল (৪১) গুরুতর আহত হন। তাঁকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হয়ে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

মাদারীপুর হাইওয়ে পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে এ দুর্ঘটনায় হতাহতের তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মালিগ্রাম ফ্লাইওভার এলাকায় এসে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় অ্যাম্বুলেন্সের সামনের অংশটি ফ্লাইওভারের রেলিংয়ে গিয়ে আঘাত লাগে। এর ফলে অ্যাম্বুলেন্সে বিস্ফোরণ থেকে আগুন ধরে যায়।

পুলিশ সুপার বলেন, অ্যাম্বুলেন্সটি গ্যাসচালিত হলেও গ্যাস সিলিন্ডারে কোনো বিস্ফোরণ ঘটেনি বলে তিনি প্রাথমিকভাবে জানতে পেরেছেন। অ্যাম্বুলেন্সের ভেতরে পাঁচ থেকে সাতজন যাত্রী ছিলেন। তাঁরা সবাই মারা গেছেন।