নারায়ণগঞ্জে ‘ছিনতাই করতে গিয়ে’ গণপিটুনিতে যুবক নিহত
নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জে গণপিটুনিতে হাবিবুর রহমান (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত সাড়ে ১২টার দিকে কাচারিগল্লি এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় লোকজনের অভিযোগ, ওই লোক ছিনতাই করছিলেন। তখন তাঁকে ধরে পেটানো হয়।
পুলিশ নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল (ভিক্টোরিয়া) মর্গে পাঠিয়েছে। নিহত হাবিবুর শহরের বাবুরাইল এলাকার বাসিন্দা।
এলাকাবাসীর বরাত দিয়ে থানা-পুলিশ জানায়, গতকাল সাড়ে ১২টার দিকে শহরের নিতাইগঞ্জ কাচারিগল্লি এলাকার লোকজনকে মারধর করে সঙ্গে থাকা সবকিছু ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে হাবিবুর ও তাঁর সহযোগীরা। এ সময় স্থানীয় লোকজনের মারধরে ঘটনাস্থলেই তিনি নিহত হন। তবে তাঁর সঙ্গে থাকা দুজন পালিয়ে যান।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে রাতেই হাবিবুরের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। হাবিবুর শহরের পেশাদার ছিনতাইকারী। তাঁর বিরুদ্ধে ছিনতাইয়ের সাতটি মামলা আছে। এ ছাড়া গণপিটুনিতে হত্যার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।