কুমিল্লায় ছাগলে পাতা খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক নিহত

কুমিল্লা জেলার মানচিত্র

কুমিল্লার মুরাদনগরে ছাগলে গাছের পাতা খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে বিল্লাল হোসেন সরকার (৪২) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার পূর্বধৈর পশ্চিম ইউনিয়নের এলখাল গ্রামে এ ঘটনা ঘটে।

বিল্লাল হোসেন উপজেলার এলখাল গ্রামের প্রয়াত ইসমাইল হোসেন সরকারের ছেলে। পেশায় তিনি একজন কৃষক ছিলেন। তাঁর দুই ছেলে ও এক মেয়ে আছে।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, দুই দিন আগে ঘরের আঙিনায় কিছু কাঁঠাল গাছের চারা রোপণ করেন বিল্লাল হোসেন। আজ সকালে গাছগুলো ছাগলে খেয়ে ফেললে বিল্লাল হোসেন প্রতিবেশী মনসুর আলীর স্বজনদের নিয়ে গালমন্দ করেন। এ ঘটনায় বেলা আড়াইটার দিকে প্রতিবেশী মনসুর আলীর ছেলে মো. কাননসহ কয়েকজন বিল্লালের বাড়িতে আসেন। সেখানে দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। এতে দুই পক্ষের অন্তত সাতজন আহত হন। এ সময় আহত বিল্লাল হোসেনকে উদ্ধার করে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আহত অন্য ব্যক্তিদের দেবীদ্বার, মুরাদনগর ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় বলে জানা গেছে।

বিল্লালের স্ত্রী নাজমা বেগম বলেন, পাশের মোল্লাবাড়ির মনসুর আলীর ছেলে কাননের নেতৃত্বে দেশি অস্ত্র, রামদা, লাঠিসোঁটা নিয়ে তাঁদের বাড়িতে হামলা চালায়। কাননের হাতে থাকা রামদা দিয়ে তাঁর স্বামীকে কোপ দিলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। ঘটনার পর অভিযুক্ত মো. কাননের স্বজনেরা এলাকাছাড়া। এ ব্যাপারে তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।

মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রিয়াজ উদ্দীন চৌধুরী বলেন, তাঁরা সংঘর্ষে একজনের নিহতের খবর পেয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে। এ ঘটনায় এখনো কেউ কোনো লিখিত অভিযোগ করেননি।