পাবনা এডওয়ার্ড কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপককে কুপিয়ে জখম, বিচারের দাবিতে মানববন্ধন

পাবনা সরকারি এডওয়ার্ড কলেজেরে অবসরপ্রাপ্ত অধ্যাপক জহরলাল বসাক ওরফে তুলসির ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে কলেজের শিক্ষক পরিষদ ও শিক্ষার্থীরা। সোমবার দুপুরে এডওয়ার্ড কলেজ ফটকের সামনে
ছবি: প্রথম আলো

পাবনা শহরের কালাচাঁদপাড়ার নিজ বাড়িতে জওহরলাল বসাক ওরফে তুলশী (৭৭) নামের অবসরপ্রাপ্ত কলেজশিক্ষককে কুপিয়ে জখম করা হয়েছে। গতকাল রোববার বিকেলে দুজন দুর্বৃত্ত তাঁর বাড়িতে কুপিয়ে আহত করে আসবাব তছনছ করে। এ ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে থানায় একটি মামলা করেছেন ভুক্তভোগী।

আহত জওহরলাল বসাক পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও বিভাগীয় প্রধান। হামলার প্রতিবাদে আজ সোমবার দুপুরে মানববন্ধন করেছেন পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা।

কলেজের প্রধান ফটকের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে কলেজ শাখা ছাত্রদল, ছাত্রশিবিরসহ বিভিন্ন ছাত্র সংগঠন অংশ নেয়। এ ছাড়া জেলা হিন্দু সম্প্রদায়ের ব্যানারে শহরে পৃথকভাবে মানববন্ধন হয়েছে। এসব কর্মসূচি থেকে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দুর্বৃত্তদের গ্রেপ্তারের দাবি জানানো হয়।

জওহরলাল বসাক ও তাঁর প্রতিবেশীদের সঙ্গে কথা বলে জানা যায়, বাড়িতে একাই থাকেন জওহরলাল বসাক। তাঁর আত্মীয়স্বজনের অধিকাংশই দেশের বাইরে থাকেন। গতকাল বেলা দুইটার দিকে তিনি বাজার থেকে বাড়িতে ফেরেন। এর আগেই দুজন দুর্বৃত্ত তাঁর বাড়িতে অবস্থান করছিল। জওহরলাল বসাক বাড়িতে প্রবেশ করতেই দুর্বৃত্তরা তাঁর মুখ চেপে ধরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে পালিয়ে যায়। দুর্বৃত্তরা তাঁর বাড়ির আলমারিসহ আসবাব ভাঙচুর ও তছনছ করে। পরে তাঁর চিৎকার শুনে প্রতিবেশীরা এসে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসা দিয়ে আবার বাড়িতে নিয়ে আসেন।

জওহরলাল বসাক বলেন, ‘আমি যখন বাসায় ঢুকি, তখন দুজন এসে আমাকে মুখ চেপে ধরে ছুরিকাঘাত করে। বাড়িঘরের সবকিছু তছনছ করেছে। আলমারি ভাঙছে, কিচ্ছু পায় নাই, এই তো।’

এ ঘটনার প্রতিবাদে আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে বৃষ্টি উপেক্ষা করে এডওয়ার্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা মানববন্ধন করেন। ঘণ্টাব্যাপী মানববন্ধনে ছাত্রদল, ইসলামী ছাত্রশিবিরসহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতা–কর্মীরা অংশগ্রহণ করেন। বক্তব্য দেন কলেজের উপাধ্যক্ষ মো. আবদুল খালেক, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক লুৎফর রহমান, রসায়ন বিভাগের প্রধান প্রদীপ কুমার প্রমুখ। ছাত্রশিবির পৃথকভাবে আরও একটি মানববন্ধন করেছে।

এ ছাড়া জেলা শহরের হাসপাতাল সড়কের জয়কালীবাড়ি মন্দিরের সামনে মানববন্ধন করে জেলা হিন্দু সম্প্রদায়। এতে বক্তব্য দেন সদর উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি প্রভাষ ভদ্র, জয়কালীবাড়ি মন্দির কমিটির আহ্বায়ক গৌরাঙ্গ মজুমদার ও জেলা পূজা উদ্‌যাপন পরিষদের যুগ্ম সম্পাদক অচিন্ত কুমার ঘোষ। বক্তারা জানান, জওহরলাল বসাক তুলশী একজন প্রবীণ শিক্ষক। তিনি দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে শিক্ষকতা করেছেন। নিরিবিলি জীবন যাপন করেন। তাঁর বহু ছাত্র দেশের বিভিন্ন বড় প্রতিষ্ঠানে রয়েছেন। তাঁর মতো এমন একজন গুণী শিক্ষকের ওপর হামলা কোনো অবস্থাতেই মেনে নেওয়ার মতো নয়। দ্রুত হামলাকারীদের শনাক্ত করে বিচার নিশ্চিত করতে হবে।

জানতে চাইলে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুস সালাম বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে, দুজন ছিনতাইকারী ছিনতাইয়ের উদ্দেশ্যে ওই শিক্ষকের বাড়িতে গিয়েছিল। স্যার বিষয়টি দেখে ফেলায় হামলার ঘটনা ঘটেছে। ঘটনায় একটি মামলা হয়েছে। আমরা কিছু সিসিটিভি ফুটেজ পেয়েছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। আশা করছি, খুব দ্রুতই অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা সম্ভব হবে।’