চট্টগ্রামে তালিকাভুক্ত সন্ত্রাসী সরওয়ার গ্রেপ্তার
চট্টগ্রাম চান্দগাঁও থানার পুলিশের অভিযানে গ্রেপ্তার হয়েছেন তালিকাভুক্ত সন্ত্রাসী সরওয়ার হোসেন। আজ শনিবার রাত আটটার দিকে তাঁকে নগরের বালুচড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
নগরের বহদ্দারহাট এলাকায় ১৮ জুলাই কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগ-যুবলীগের সংঘর্ষ হয়। এ সময় নিহত হন দুজন। এ ঘটনায় হওয়া হত্যা মামলায় সরওয়ারকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, সরওয়ারের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে ১৪টি মামলা রয়েছে। সব মামলায় তিনি জামিনে রয়েছেন।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল কবির সরওয়ারকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, ১৮ জুলাই সংঘটিত সংঘর্ষের ঘটনায় তাঁর সংশ্লিষ্টতা পাওয়া গেছে। গোপন সূত্রে তাঁর অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
সরওয়ারের পরিচিতি রয়েছে শিবির ক্যাডার হিসেবে। ২০০০ সালে চট্টগ্রামে আট ছাত্রলীগ নেতা খুনের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাজ্জাদ আলী খানের অন্যতম সহযোগী তিনি।