ভোররাতে সিলেটে ভূমিকম্প অনুভূত

ভূমিকম্প
ছবি: রয়টার্স

সিলেটে ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে এতে কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। আজ শুক্রবার ভোররাত ৪টা ২২ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়। সিলেট আবহাওয়া অধিদপ্তরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ সাইদ আহমেদ বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন।

সাইদ আহমেদ চৌধুরী বলেন, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের মাওলাইক এলাকায়। ঢাকা থেকে এর দূরত্ব ছিল প্রায় ৪৭১ কিলোমিটার। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৬।

সিলেট ফয়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. বেলাল হোসেন প্রথম আলোকে বলেন, ভূমিকম্পে সিলেট কেঁপে উঠেছিল। তবে এ ঘটনায় সিলেটের কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

তবে নগরের একাধিক বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ভোররাতে অধিকাংশ মানুষই ঘুমিয়ে ছিলেন। তাই অনেকেই বিষয়টি টের পাননি।

আরও পড়ুন