চাঁদপুর মাছঘাটে ২ কেজির ইলিশ ৮ হাজার ৪০০ টাকায় বিক্রি

চাঁদপুরের মেঘনা নদীতে ধরা পড়া দুই কেজি ওজনের ইলিশ
ছবি: সংগৃহীত

চাঁদপুর বড় স্টেশন মাছঘাটে আজ মঙ্গলবার দুই কেজি ওজনের একটি ইলিশ ৮ হাজার ৪০০ টাকায় বিক্রি হয়েছে। মাছটি মেঘনা নদী থেকে ধরেছেন স্থানীয় জেলেরা। এই বাজারে বর্তমানে এক কেজি আকারের ইলিশ ২ হাজার ৮০০ থেকে ৩ হাজার টাকায় বিক্রি হচ্ছে।

ঘাটের মাছ বিক্রেতা নবীর হোসেন জানান, চাঁদপুরের মেঘনা নদী থেকে জেলেরা অন‍্যান‍্য ছোট ইলিশের সঙ্গে রাজা ইলিশ মাছটি নিয়ে আসেন। পরে ওজন করে ৪ হাজার ২০০ টাকা কেজি দরে দাম ওঠে ৮ হাজার ৪০০ টাকা। এই বাজারের ব্যবসায়ী সাগর ব্যাপারী মাছটি অনলাইনে এক ক্রেতার কাছে বিক্রি করেন।

বাজারের অনলাইন ইলিশ বিক্রেতা রোকেয়া প্রীতি বলেন, ঢাকায় বড় ইলিশের ব‍্যাপক চাহিদা। তিনি আজও ১ কেজি ৮০০ গ্রাম ওজনের একটি ইলিশ বিক্রি করেছেন। এখন মানুষ দামের দিকে দেখে না। সারা দেশে চাঁদপুরের ইলিশের ব‍্যাপক চাহিদা থাকলেও ইলিশ পাওয়া যাচ্ছে না।

চাঁদপুর মৎস্য বণিক সমিতির সাধারণ সম্পাদক শবে বরাত বলেন, ইলিশের উৎপাদন নেই বললেই চলে। এখন গড়ে প্রতিদিন পুরো বাজারে ১০ থেকে ১২ মণের বেশি ইলিশ আসছে না। এ জন্য দামও কমছে না।

আরও পড়ুন
আরও পড়ুন