তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে ফ্যাসিবাদমুক্ত করতে পেরেছি: সালাহউদ্দিন আহমদ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘ফ্যাসিবাদবিরোধী আন্দোলন-সংগ্রামে চূড়ান্ত নেতৃত্ব দিয়ে জয়ী হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা সবাই তাঁর নেতৃত্বে বাংলাদেশকে ফ্যাসিবাদমুক্ত করতে পেরেছি। বাংলাদেশে আর কখনো যাতে কোনো ফ্যাসিস্ট ফ্যাসিবাদ কায়েম করতে না পারে, সে জন্য আমরা গণতান্ত্রিক চর্চাকে এগিয়ে নিয়ে যাব। সে কারণে আমরা এই গণতন্ত্রের জন্য বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে যত শিগগিরই সম্ভব একটি রাজনৈতিক সরকার প্রতিষ্ঠার কথা এখনো বলে যাচ্ছি।’
আজ সোমবার বিকেল সাড়ে চারটায় কক্সবাজারের পেকুয়া উপজেলা বিএনপির প্রধান কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এর আগে তিনি পেকুয়া চৌমুহনীতে পেকুয়া উপজেলা বিএনপির নতুন কার্যালয় উদ্বোধন করেন।
বিএনপির প্রধান কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানটি করা হয়েছে সড়কের ওপর। এ কারণে দুপুরের পর থেকে পুলিশ বরইতলী রাস্তার মাথা-পেকুয়া চৌমুহনী সড়কে যান চলাচল বন্ধ করে দেয়। কিছু কিছু গাড়িকে ভিন্ন পথে যেতে বাধ্য করে পুলিশ। তবে সালাহউদ্দিন আহমদ মঞ্চে উঠে বক্তব্যের শুরুতে মানুষের দুর্ভোগের জন্য ক্ষমা চান। তিনি বলেন, ‘আমি জানতাম না এখানে (রাস্তার ওপর) মিটিং হচ্ছে। গাড়ির জ্যাম হয়েছে, যাঁরা কষ্ট পেয়েছেন, আমি সবার কাছে ক্ষমা চাচ্ছি।’
পেকুয়া উপজেলা বিএনপির সভাপতি বাহাদুর শাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন, যুগ্ম সম্পাদক শাহনেওয়াজ আজাদ, টৈটং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোসলেম উদ্দিন, পেকুয়া উপজেলা যুবদলের সভাপতি কামরান জাদিদ মুকুট, সাধারণ সম্পাদক আসিফ খালেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আহসান উল্লাহ, পেকুয়া উপজেলা কৃষক দলের সভাপতি আবু ছিদ্দিক প্রমুখ।
জনসভায় উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, সাধারণ সম্পাদক শামীম আরা, চকরিয়া-পেকুয়া আসনের সাবেক সংসদ সদস্য হাসিনা আহমদ।
অনুষ্ঠান শেষে সালাহউদ্দিন আহমদ জুলাই গণ-অভ্যুত্থানে চট্টগ্রামে নিহত ছাত্রদল নেতা মোহাম্মদ ওয়াসিমের কবর জিয়ারত করেন। ওয়াসিমের কবর পেকুয়া উপজেলার বাঘগুজারা গ্রামে।