খুলনায় শিশুসন্তানকে চিকিৎসা করাতে গিয়ে সড়কে প্রাণ গেল মায়ের

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

খুলনার ডুমুরিয়া উপজেলায় ইঞ্জিনচালিত ভ্যান থেকে ছিটকে পড়ে অঞ্জনা সরকার (২৪) নামের এক মায়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে তাঁর কোলে থাকা ছয় মাসের মেয়েসন্তান। শনিবার বেলা ১১টার দিকে সদর ইউনিয়নের সাজিয়াড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

অঞ্জনা সরকার উপজেলার হাসানপুর গ্রামের শিমুল সরকারের স্ত্রী। শিশুসন্তানকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাচ্ছিলেন তিনি।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, অঞ্জনা সরকারের শিশুসন্তান কয়েক দিন ধরে জ্বরে আক্রান্ত ছিল। চিকিৎসার জন্য তাকে ইঞ্জিনচালিত ভ্যানে করে হাসানপুর থেকে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাচ্ছিলেন অঞ্জনা।

সাজিয়াড়া গ্রামে তাঁকে বহনকারী ভ্যানটির সামনের একটি ভ্যানের সঙ্গে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় অঞ্জনা সরকারকে বহনকারী ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে উল্টে পড়ে। এতে মাথায় ইটের আঘাত লেগে ঘটনাস্থলেই মারা যান তিনি। এ সময় তাঁর শিশুসন্তানের একটি পা ভেঙে যায়। শিশুটি বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ কনি মিয়া প্রথম আলোকে বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। এ ঘটনায় কেউ এখনো থানায় অভিযোগ করেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।