চালককে খুন করে ভ্যানের ব্যাটারি ছিনতাই

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় দুর্বৃত্তের হাতে একটি ব্যাটারিচালিত ভ্যানের চালক খুন হয়েছেন। আজ সোমবার সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার করমজি-গুনাহার সড়কের পাশে একটি ধানখেত থেকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। লাশের দুই পায়ের রগ কাটা, মাথা–পিঠসহ শরীরের একাধিকস্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিহত হারুনুর রশীদ ফকির (৪৫) উপজেলার সদর ইউনিয়নের ইসলামপুর বড়বাড়িয়া গ্রামের বাসিন্দা। পুলিশ ও নিহত ব্যক্তির পরিবার সূত্রে জানা গেছে, হারুনুর পেশায় ভ্যানচালক। গতকাল বিকেল পাঁচটার দিকে ভ্যান নিয়ে তিনি বাড়ি থেকে বের হন। রাতে তিনি বাড়িতে ফেরেননি। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। গতকাল সকাল সাড়ে সাতটার দিকে দুপচাঁচিয়ার করমজি-গুনাহার সড়কের পাশে একটি ধানখেতে রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ সকাল আটটার দিকে লাশটি উদ্ধার করে। এ সময় পাশের জঙ্গলে পরিত্যক্ত অবস্থায় তাঁর ভ্যান পাওয়া যায়। তবে ভ্যানের চারটি ব্যাটারি খুলে নেওয়া হয়েছে।

দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, হারুনুর রশীদের স্বজনেরা এসে লাশ শনাক্ত করেছেন। দুর্বৃত্তরা তাঁর দুই পায়ের রগ কেটে দিয়েছে। এ ছাড়া তাঁর মাথা, পেট–পিঠসহ একাধিক স্থানে ছুরিকাঘাত করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভ্যানের ব্যাটারি ছিনতাইয়ে বাধা অথবা পূর্বশত্রুতার জেরে হারুনুর রশীদকে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। দুটি কারণ সামনে রেখে তদন্ত শুরু হয়েছে। বেলা একটা পর্যন্ত এ ঘটনায় মামলা হয়নি।