খুলনায় কাশবন থেকে অটোচালকের, বিল থেকে নারীর লাশ উদ্ধার

লাশ উদ্ধারপ্রতীকী ছবি

খুলনায় এক দিনে দুটি স্থান থেকে দুজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। নগরের হরিণটানা থানা এলাকার একটি কাশবনের ভেতরে একজন ব্যাটারিচালিত অটোরিকশাচালকের লাশ এবং ডুমুরিয়া উপজেলার একটি বিলে অজ্ঞাতনামা এক নারীর লাশ পাওয়া যায়। পুলিশ বলছে, উভয় ঘটনাতেই হত্যার আলামত পাওয়া গেছে।

আজ রোববার দুপুরে নগরের হরিণটানা থানার ময়ূরী আবাসিক এলাকার একটি কাশবন থেকে ইজিবাইকচালক জাহিদুর রহমানের লাশ উদ্ধার করা হয়। তিনি ডুমুরিয়া উপজেলার বাসিন্দা হলেও পরিবার নিয়ে শহরে থাকতেন এবং ভাড়ায় ইজিবাইক চালাতেন। গত ১০ জুন রাতে তিনি নিখোঁজ হন। এরপর তাঁর ছেলে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার দুপুরে কাশবন থেকে দুর্গন্ধ ছড়াতে শুরু করলে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। নিহত ব্যক্তির পরনের কাপড় দেখে পরিবারের সদস্যরা লাশটি শনাক্ত করেন।

হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ খায়রুল বাসার বলেন, জাহিদুরকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। হত্যার পর লাশ কাশবনের ভেতর ফেলে রেখে যাওয়া হয়। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে বলে তিনি জানান।
একই দিন বিকেলে ডুমুরিয়া উপজেলার ভান্ডারপাড়া ইউনিয়নের বান্দা মধ্যপাড়ার একটি বিলের পাশে এক নারীর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেন। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। ওই নারীর পরিচয় এখনো জানা যায়নি।

ডুমুরিয়া থানার ওসি মাসুদ রানা বলেন, নিহত নারীর বয়স আনুমানিক ৪৫ বছর। মাথার মাঝখানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। লাশে পচন ধরেনি, সম্ভবত গত রাতে হত্যা করা হয়েছে। পরিচয় শনাক্তে সিআইডি ও পিবিআইয়ের সহায়তা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।