সিলেটে পানির লাইন বসাতে গিয়ে গ্যাসের লাইনে ফাটল, গ্যাস সরবরাহ বন্ধ
সিলেট নগরের মেজরটিলা এলাকায় পানির পাইপলাইন স্থাপনের কাজ করতে গিয়ে গ্যাসের সরবরাহ লাইনে ফাটল ধরেছে। এতে দুর্ঘটনার আশঙ্কায় সিলেট-তামাবিল আঞ্চলিক মহাসড়কে কয়েক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে বিকেল পাঁচটার দিকে গ্যাসের সরবরাহ লাইন বন্ধ করার পর যান চলাচল স্বাভাবিক হয়।
আজ সোমবার বেলা সাড়ে তিনটার দিকে গ্যাসের লাইনে ফাটল দেখা দেয়। সরবরাহ লাইন বন্ধ করায় পৌনে পাঁচটা থেকে নগরের কয়েকটি এলাকায় গ্যাসের সরবরাহ বন্ধ হয়ে যায়।
জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, নগরের মেজরটিলা এলাকায় পানির পাইপলাইন স্থাপনের কাজ করছিল সিলেট সিটি করপোরেশন কর্তৃপক্ষ। বেলা সাড়ে তিনটার দিকে পাইপলাইন স্থাপনের জন্য এক্সকাভেটর দিয়ে মাটি খুঁড়তে গিয়ে গ্যাসের পাইপলাইনে আঘাত লেগে ফাটল ধরে। এ সময় শব্দ করে গ্যাস নির্গত হতে থাকে। খবর পেয়ে জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনা এড়াতে সিলেট-তামাবিল আঞ্চলিক মহাসড়কে বাঁশ ফেলে যান চলাচল বন্ধ করে দেয়। পরে বিকেল পাঁচটার দিকে গ্যাসের মূল সঞ্চালন লাইন বন্ধ করার পর যান চলাচল স্বাভাবিক হয়।
এদিকে গ্যাসের মূল সঞ্চালন লাইন বন্ধ করায় নগরের খাদিম, টিলাগড়, মিরাবাজার, শিবগঞ্জ, সাদিপুর, সেনপাড়া, বালুচর, মেজরটিলা, খারপাড়া, মিরাপাড়া ও টুলটিকর এলাকায় বিকেল পৌনে পাঁচটা থেকে গ্যাস সরবরাহ বন্ধ আছে। এতে দুর্ভোগে পড়েছেন ওই এলাকার বাসিন্দারা।
জালালাবাদ গ্যাসের আঞ্চলিক বিতরণ কার্যালয়ের সিলেট পূর্বাঞ্চলের ব্যবস্থাপক শংকার চন্দ্র শর্মা প্রথম আলোকে বলেন, সিটি করপোরেশন কর্তৃপক্ষ পানির লাইন স্থাপনের কাজ করতে গিয়ে অসাবধানতাবশত গ্যাসের পাইপে আঘাত করায় এমন ঘটনা ঘটেছে। এ জন্য গ্যাসের সরবরাহ লাইন বন্ধ রাখা হয়েছে। গ্যাসের সরবরাহ ঠিক রাখতে কাজ করা হচ্ছে। রাতের মধ্যেই সরবরাহ স্বাভাবিক হবে।