পুলিশের বাধায় নওগাঁয় ‘কালো পতাকা মিছিল’ করতে পারেনি বিএনপি

নওগাঁয় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপির নেতা-কর্মীরা কালো পতাকা মিছিল বের করলে বাধা দেয় পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে শহরের কেডির মোড়েছবি: প্রথম আলো

দ্বাদশ জাতীয় সংসদ বাতিল এবং নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠার দাবিতে নওগাঁয় বিএনপির বের করা কালো পতাকা মিছিলে পুলিশ বাধা দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মিছিলে বাধা পেয়ে শহরের কেডির মোড়ে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করেন বিএনপির নেতা-কর্মীরা।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের কেডির মোড় জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে কালো পতাকা মিছিল বের করার চেষ্টা করেন নেতা-কর্মীরা। মিছিলটি কেডির মোড় থেকে সামনের দিকে যেতে চাইলে পুলিশ তাতে বাধা দেয়। এ পর্যায়ে বিএনপির নেতা-কর্মীরা দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করেন।

জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে এবং সদস্যসচিব বাইজিদ হোসেনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির সহসমবায়–বিষয়ক সম্পাদক ও নওগাঁ পৌর মেয়র নজমুল হক, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম, আমিনুল ইসলাম, শফিউল আজম, পৌর বিএনপির আহ্বায়ক শেখ আবদুস শুকুর, সদস্যসচিব মিজানুর রহমান, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আজিজার রহমান, যুগ্ম আহ্বায়ক দেওয়ান মোস্তাক আহম্মেদ, সারওয়ার কামাল, জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার, সদস্যসচিব রুহুল আমিন প্রমুখ।

এ সময় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ‘অবৈধ নির্বাচন মানি না, বাতিল কর’, ‘ডামি নির্বাচন মানি না, মানব না’, ‘ডামি সরকার চাই না, পদত্যাগ কর’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

মিছিলে বাধা দেওয়ার বিষয়ে নওগাঁ সদর থানার পরিদর্শক (তদন্ত) আবদুল গফুর বলেন, অনুমতি ছাড়াই বিএনপির নেতা-কর্মীরা মিছিল বের করার চেষ্টা করেন। জনদুর্ভোগের কথা চিন্তা করে বিএনপির নেতা-কর্মীদের মিছিল না করার জন্য অনুরোধ করা হয়। পরে বিএনপির নেতা-কর্মীরা দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে কর্মসূচি শেষ করেন।

জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক বলেন, একই সময়ে অন্য একটি দলের মিছিল বিএনপির কার্যালয়ের সামনে দিয়ে গেলেও পুলিশ তাতে কোনো বাধা দেয়নি। অথচ ফ্যাসিবাদী অবৈধ এই সরকার প্রশাসনকে দিয়ে বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচি বানচাল করেছে। কোনো কর্মসূচি ঘোষণা করলেই সেখানে পুলিশ দিয়ে বাধা দেয়। পুলিশের জোরে সরকার ক্ষমতায় আছে। এখন জনসাধারণকে ভয় পাচ্ছে সরকার।