ফুটবল খেলে বাড়ি ফেরার পথে বজ্রপাতে কিশোরের মৃত্যু

চট্টগ্রামের সন্দ্বীপে ফুটবল খেলে বাড়িতে ফেরার পথে বজ্রপাতে এক কিশোরের মৃত্যু হয়েছে। তার নাম মো. জয়নাল আবেদিন। সে উপজেলার গাছুয়া হাদিয়ারগো বাড়ির জামাল উদ্দিনের ছেলে। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সন্দ্বীপের গাছুয়া ইউনিয়নের বেড়িবাঁধের বাইরে সকালে ফুটবল খেলতে গিয়েছিল জয়নাল আবেদিনসহ স্থানীয় কয়েকজন শিশু-কিশোর। খেলা শেষে বাড়িতে ফেরার সময় বেড়িবাঁধের কাছাকাছি এলাকায় বজ্রপাতে জয়নালের মৃত্যু হয়।

জয়নাল আবেদিনের সঙ্গে খেলতে যাওয়া এক কিশোর প্রথম আলোকে বলে, ‘আমরা সবাই কাছাকাছিই ছিলাম। শুধু জয়নাল একটু আগে আগে হাঁটছিল। হঠাৎ বজ্রপাত হলে আমরা সবাই ছিটকে পড়ি। পরে সবাই ওঠে দাঁড়ালেও জয়নাল আর উঠতে পারেনি।’

জয়নালের বাবা জামাল উদ্দিন প্রথম আলোকে বলেন, প্রতি শুক্রবার সহপাঠীদের সঙ্গে বেড়িবাঁধের বাইরে ফুটবল খেলতে যেত তাঁর ছেলে। প্রতিবার সুস্থভাবে ফিরে এলেও এবার লাশ হয়ে ঘরে ফেরে জয়নাল।

জয়নাল আবেদিনের মৃত্যুর বিষয়টি গাছুয়া ৩ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য আরিফুল ইসলাম প্রথম আলোকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহত জয়নাল স্থানীয় খান সাহেব জামে মসজিদ হাফেজখানার ছাত্র ছিল।