খুলনায় ‘মদপানে’ চারজনের মৃত্যু
খুলনায় ‘মদপানে অসুস্থ হয়ে’ চারজন মারা গেছেন। আজ শনিবার বিকেলে নগরের পূজাখোলা এলাকায় দুজন মারা যান। এর আগে সকালে একজন এবং শুক্রবার রাতে একজনের মৃত্যু হয়।
মৃত ব্যক্তিরা হলেন বয়রা শেরের বাজার মোড়ের বাসিন্দা বাবু (৫০), বয়রা মধ্যপাড়ার সাবু (৬০), বয়রা জংশন রোডের বাসিন্দা গৌতম কুমার বিশ্বাস (৪৭) এবং পাবলিক কলেজের পেছনের বাসিন্দা তোতা (৬০)।
এ ছাড়া নগরের খালিশপুর দাসপাড়া এলাকার সনু গুরুতর অসুস্থ হয়ে খুলনা বিশেষায়িত হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রের ভাষ্য, গত বৃহস্পতিবার রাজবাঁধ এলাকায় তোতার ঘেরের পাড়ে পাঁচজন একসঙ্গে মদ পান করেন। শুক্রবার তোতা মারা যান। কারণ জানার আগেই তাঁর মরদেহ বরিশালে গ্রামের বাড়ি নিয়ে যান স্বজনেরা। আজ শনিবার সকালে গৌতম, বিকেলে সাবু ও বাবু মারা যান। সাবু ও বাবু শ্যালক-ভগ্নিপতি।
খুলনা মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (দক্ষিণ) মো. হুমায়ুন কবির প্রথম আলোকে বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চারজন বাংলা মদ পান করে মারা গেছেন। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর সঠিক কারণ জানা যাবে। গৌতম হাসপাতালে মারা যান। তিনি কিছু একটা খেয়েছেন—এমন সন্দেহে তাঁর লাশের ময়নাতদন্ত করা হয়েছে। রাতে সাবু ও বাবুর লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আনা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’