৩ হাজার কোটি টাকা ঋণ খেলাপ: ব্যবসায়ীর দেশ ত্যাগে নিষেধাজ্ঞা

ঋণ খেলাপি
প্রতীকী ছবি

ঋণখেলাপির মামলায় চট্টগ্রামের এক ব্যবসায়ী ও তাঁর স্ত্রীর দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। তাঁরা হলেন সাদ মুসা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ মহসিন ও তাঁর স্ত্রী প্রতিষ্ঠানের পরিচালক শামীমা নারগিস।

অর্থ ঋণ আদালত চট্টগ্রামের বিচারক মুজাহিদুর রহমান আজ মঙ্গলবার এ আদেশ দেন। আদেশের বিষয়টি নিশ্চিত করেন আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম। তিনি প্রথম আলোকে বলেন, বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে সাদ মুসা গ্রুপের তিন হাজার কোটি টাকা ঋণ খেলাপ রয়েছে। এগুলো পরিশোধের জন্য সুদ মওকুফ ও দুই দফা পুনঃ তফসিলের সুযোগ দেওয়া হয়। কিন্তু তাঁরা সে সুযোগ গ্রহণ করেননি। ঋণের কোনো টাকা পরিশোধ করেননি। এ অবস্থায় ঋণ গ্রহীতারা দেশ ছেড়ে পালাতে পারেন। তাই আদালত দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন।