টেকনাফে শিশু ধর্ষণ মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড

আদালত
প্রতীকী ছবি

কক্সবাজারের টেকনাফে ৯ বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে তিন ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ আদালতের বিচারক মোহাম্মদ আবদুর রহিম এ রায় দেন। একই সঙ্গে আসামিদের এক লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন টেকনাফের দক্ষিণ লেদা গ্রামের নুরুল আলম, হেলাল উদ্দিন ও মমতাজ মিয়া। তবে রায় ঘোষণা সময় আসামিরা অনুপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৮ সালে টেকনাফের দক্ষিণ লেদা এলাকায় ৯ বছরের এক কন্যাশিশুকে ধর্ষণের অভিযোগ ওঠে। পরে ওই শিশুর বাবা বাদী হয়ে নুরুল আলম, হেলাল উদ্দিন, মমতাজ মিয়া ও নুর মোহাম্মদের বিরুদ্ধে মামলা করেন।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ আদালতের বিশেষ সরকারি কৌসুঁলি (স্পেশাল পাবলিক প্রসিকিউটর) একরামুল হুদা বলেন, মামলার পর দীর্ঘ বিচার কার্যক্রম শেষে আজ দুপুরে আদালত রায় দেন। মামলা চলাকালীন আসামি নুর মোহাম্মদ মৃত্যুবরণ করায় তাঁকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। তবে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত অন্য আসামিরা পলাতক।