সামনে অনেক উত্থান-পতন, এখনই সিদ্ধান্ত নেব না: জি এম কাদের
আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে জোট গঠন, ভোট গ্রহণ ও নিজেদের নির্বাচনী কৌশলের বিষয়ে এখনই সিদ্ধান্ত নেবে না জাতীয় পার্টি। দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি বিচার–বিশ্লেষণ করে দলটি সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন সংসদ সদস্য ও জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। আজ মঙ্গলবার দুপুরে লালমনিরহাট সার্কিট হাউস চত্বরে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
জি এম কাদের বলেন, ‘আমরা রাজনীতির গতিপ্রকৃতি অবলোকন করছি, বিচার–বিশ্লেষণ করছি। যখন আমরা মনে করব যে এখন সময় হয়েছে সব বিষয়ে পরিষ্কারভাবে বলার, আমরা কোথায় যাব (কোন জোটে), কীভাবে ভোট করব কিংবা নিজেরাই এককভাবে নির্বাচন করব কি না, তখন আমরা সেটা ঘোষণা করব। রাজনীতিতে ভবিষ্যতে অনেক টানাপোড়েন হবে, অনেক উত্থান–পতন হবে, অনেক ধরনের মেরূকরণ হবে। কাজেই আমরা মনে করছি যে এগুলো না দেখে এখনই কোনো সিদ্ধান্ত নিলে সেটা সঠিক সিদ্ধান্ত না–ও হতে পারে।’
লালমনিরহাট-৩ আসনের সংসদ সদস্য জি এম কাদেরের আগমন উপলক্ষে বিশাল শোভাযাত্রার আয়োজন করেন জেলা জাতীয় পার্টির নেতা-কর্মীরা।
জি এম কাদের বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন ইভিএমে হলে সেই নির্বাচন জাতীয় পার্টি বর্জনের বিষয়টি দলের জন্য অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের বিষয় হবে। এ ধরনের কঠিন সিদ্ধান্ত নেওয়ার আগে রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ করতে হবে। দলের নেতা–কর্মী ও সমর্থকদের মনোভাব দেখতে হবে। সাধারণ ভোটারদের মতামত বিবেচনায় নিয়ে তারপর সিদ্ধান্ত নেবে তাঁর দল।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাপা চেয়ারম্যান বলেন, ‘মহাজোট থেকে জাপা বের হলেও জাতীয় সংসদ থেকে বের হওয়ার কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। জাতীয় সংসদকে হাউস অব দ্য নেশন বলা হয়। ওখানে গেলে আমরা কিছু বক্তব্য দিতে পারি, কিছু কথাবার্তা সারা দেশের মানুষের কাছে যায়। এটা আমাদের জন্য একটা সুযোগ। মানুষের পক্ষে কথা বলার জন্য এই সুযোগ আমরা নষ্ট করতে চাই না। কাজেই আমরা এই মুহূর্তে জাতীয় সংসদ বর্জনের কোনো সিদ্ধান্ত নিইনি। সে প্রশ্ন যদি আসে, তাহলে পরিস্থিতি ও পরিবেশ বুঝে আমরা সিদ্ধান্ত নেব।’