এনসিপি নিবন্ধনের জন্য ১৫ জুনের মধ্যে আবেদনের কাজ শেষ করবে: সারজিস

সোমবার দুপুরে পঞ্চগড় বাজারে পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কের পাশে দাঁড়িয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমছবি: প্রথম আলো

জুন মাসের ১৫ তারিখের মধ্যে রাজনৈতিক দল হিসেবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নিবন্ধনের জন্য আবেদন সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। আজ সোমবার দুপুরে পঞ্চগড় বাজারে পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কের পাশে দাঁড়িয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

সারজিস আলম বলেন, ‘নির্বাচনে অংশগ্রহণের জন্য যে রেজিস্ট্রেশন প্রয়োজন, সেটির আবেদন করার যে প্রক্রিয়া, তা এই মাসের ১৫ তারিখের মধ্যে আশা করছি সম্পন্ন করতে পারব। এর জন্য ১০০টি উপজেলা ও ২২টি জেলায় যে কমিটি প্রয়োজন হয়, যেগুলো আমাদের ইতিমধ্যে হয়ে গিয়েছে। আমাদের অফিস নেওয়ার প্রক্রিয়া চলছে। যথাসময়ে যে প্রক্রিয়া আছে, তা অনুসরণ করে অন্যান্য রাজনৈতিক দলের মতো আমরা নিবন্ধন কার্যক্রমটি সম্পন্ন করব।’

এ সময় সারজিস আলমের সঙ্গে এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ উপস্থিত থাকলেও ‘গলার সমস্যার কারণে’ তিনি কোনো বক্তব্য দেননি। হাসনাত পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় সারজিস আলমের বাড়িতে তাঁর ছোট ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে এসেছেন বলে জানা গেছে।