মানিকগঞ্জ সদর ও পৌর আওয়ামী লীগের সম্মেলন আজ

প্রায় আট বছর পর আজ বুধবার মানিকগঞ্জ সদর উপজেলা ও পৌর আওয়ামী লীগের সম্মেলন হবে। ক্ষমতাসীন দলের দুটি ইউনিটের সম্মেলন এক দিনে হওয়ায় নেতা-কর্মীদের ব্যাপক উপস্থিতি আশা করা হচ্ছে। ইতিমধ্যে দলের সভাপতি ও সাধারণ সম্পাদক পদের প্রার্থীদের বিলবোর্ড, ফেস্টুন ও তোরণে জেলা শহরের বিভিন্ন সড়ক ও স্থাপনা ছেয়ে গেছে।

দলীয় সূত্রে জানা গেছে, জেলা শহরের সরকারি উচ্চবিদ্যালয় মাঠে বেলা তিনটার দিকে সম্মেলন উদ্বোধন করবেন জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দিন। এতে প্রধান অতিথি হিসেবে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) মির্জা আজমের উপস্থিত থাকার কথা রয়েছে। এ ছাড়া প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুস সালাম।

সম্মেলনে আলোচনা পর্বে সভাপতিত্ব করবেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইসরাফিল হোসেন, স্বাগত বক্তা পৌর আওয়ামী লীগের সভাপতি মোনায়েম খান এবং সঞ্চালনায় থাকবেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফছার উদ্দিন সরকার ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম।

এ ছাড়া স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, কেন্দ্রীয় আওয়ামী লীগের পরিবেশ ও বনবিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, কেন্দ্রীয় কমিটির সদস্য রিয়াজুল কবির কাওসার, আনোয়ার হোসেন, মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয় এবং মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগম সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

দলীয় সূত্রে জানা গেছে, সর্বশেষ ২০১৪ সালে সম্মেলনে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হন ইসরাফিল হোসেন এবং সাধারণ সম্পাদক হন আফছার উদ্দিন সরকার। স্বাস্থ্যমন্ত্রীর ফুপাতো ভাই ইসরাফিল হোসেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং আফছার উদ্দিন গড়পাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান। এবারের সম্মেলনে এই দুই নেতাই সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রার্থী। এই দুই নেতাই স্বাস্থ্যমন্ত্রীর ঘনিষ্ঠ। সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আজগর আলী ও জাগীর ইউপির চেয়ারম্যান জাকির হোসেন পদপ্রত্যাশী।

এ দিকে ২০১৪ সালে সম্মেলনে মানিকগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক হন যথাক্রমে মোনায়েম খান ও জাহিদুল ইসলাম। এবারও তাঁরা নিজ নিজ পদের প্রার্থী। এবার পৌর আওয়ামী লীগের সভাপতি পদে পৌর আওয়ামী লীগের সহসভাপতি ও পৌর কাউন্সিলর আরশেদ আলী, সহসভাপতি আবদুস সালাম ও পৌর কাউন্সিলর শায়েখ শিবলীও প্রার্থী হয়েছেন। তাঁরাও ফেস্টুন, ব্যানার টাঙানোসহ বিভিন্নভাবে প্রচার-প্রচারণা চালিয়ে আসছেন। পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে জাহিদুল ইসলাম ছাড়াও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবদুল লতিফ ওরফে তোতা প্রার্থী হয়েছেন।

সরেজমিনে দেখা গেছে, আজ দুপুর ১২টা থেকে দলীয় পদপ্রত্যাশী নেতাদের কর্মী-সমর্থকেরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে জেলা শহরের বিভিন্ন স্থানে জড়ো হচ্ছেন। সম্মেলন শুরু হওয়ার আগে এসব মিছিল সম্মেলনস্থলে পৌঁছাবে।

সম্মেলনস্থলে বিশাল মঞ্চ ও প্যান্ডেল নির্মাণ করা হয়েছে। সম্মেলনস্থলের চারপাশ দলীয় পদপ্রত্যাশী নেতাদের ফেস্টুন ও ব্যানারে ছেয়ে গেছে।

পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বলেন, সম্মেলনে নেতা-কর্মীদের বসার জন্য সাত হাজার চেয়ারের ব্যবস্থা করা হয়েছে। সম্মেলনে ৩০ হাজার নেতা-কর্মীর সমাবেশ ঘটবে বলে তিনি দাবি করেন।