ঘরের তালা ভেঙে ছেলে দেখলেন খাটের ওপর হাত-পা বাঁধা বাবার লাশ

খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করতে যায়। শুক্রবার সকালে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার চিতাশাল নুরবাগ এলাকায়ছবি: প্রথম আলো

নারায়ণগঞ্জ সদর উপজেলার একটি ফ্ল্যাট বাসা থেকে হাত-পা বাঁধা অবস্থায় একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে সদর উপজেলার ফতুল্লার চিতাশাল নুরবাগ এলাকার জয়নাল আবেদীনের বাড়ির পঞ্চমতলার ফ্ল্যাট থেকে লাশ উদ্ধার করা হয়। স্বজনেরা বলছেন, তাঁকে হত্যা করা হয়েছে।

নিহত ব্যক্তির নাম আবদুর রাজ্জাক (৫০)। তিনি শরীয়তপুরের জাজিরা উপজেলার মালকান্দি গ্রামের মৃত আবুল খাঁর ছেলে। তিনি ফতুল্লার নুরবাগ এলাকার ওই বাসায় ভাড়া থাকতেন। নিহত রাজ্জাক পেশায় রাজমিস্ত্রি হলেও বর্তমানে কিছু করতেন না। ওই বাসায় ছেলের সঙ্গে থাকতেন।

নিহত ব্যক্তির ছেলে মো. আকাশ বলেন, তিনি নবাবপুরে একটি দোকানে চাকরি করেন। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে দোকান থেকে বাসায় ফিরে দেখেন ফ্ল্যাটের দরজায় তালা। এ সময় বাইরে বের হয়ে যান। পরে রাত সাড়ে ১২টার দিকে আবার বাসায় এসে দেখেন ফ্ল্যাটের দরজা তালাবদ্ধ। তখন তিনি তাঁর বন্ধুর বাড়িতে গিয়ে রাত্রি যাপন করেন। আজ শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে তিনি ও তাঁর বন্ধু এসে দরজা তালাবদ্ধ দেখতে পান। এতে সন্দেহ হলে ঘরের তালা ভেঙে ভেতরে ঢুকে খাটের ওপর তাঁর বাবার হাত-পা বাঁধা লাশ দেখতে পান।

আকাশ আরও বলেন, পূর্বশত্রুতার জেরে তাঁর বাবাকে হত্যা করা হয়েছে। চার মাস আগে তাঁর মা মারা গেছেন। মা মারা যাওয়ার পর বাবাকে নিয়ে ওই বাসায় বসবাস করে আসছিলেন।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আযম প্রথম আলোকে বলেন, খবর পেয়ে ফ্ল্যাট বাসার ভেতর থেকে হাত-পা বাঁধা অবস্থায় ওই ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল (ভিক্টোরিয়া) মর্গে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এটা হত্যাকাণ্ড কি না তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের ধরার চেষ্টা চলছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।