আয়কর বকেয়া থাকায় জাপা নেতা রুহুল আমিনের মনোনয়নপত্র স্থগিত

এ বি এম রুহুল আমিন হাওলাদার
ফাইল ছবি

পটুয়াখালী–১ (সদর, মির্জাগঞ্জ, দুমকি) আসনে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী এ বি এম রুহুল আমিন হাওলাদারের মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে। প্রায় কোটি টাকা আয়কর বকেয়া থাকায় তাঁর বিষয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই শুরু হয়। রুহুল আমিনের বকেয়া আয়করের বিষয়ে পটুয়াখালীর সহকারী কর কমিশনার মো. মাসুদ রানা আপত্তি জানান। তখন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা নূর কুতুবুল আলম তাঁর মনোনয়নপত্রটি স্থগিত করেন। এ সময় নির্বাচন–সংশ্লিষ্ট কর্মকর্তা, প্রার্থী ও তাঁদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সহকারী কর কমিশনার মো. মাসুদ রানা জানান, ২০০০-০১ অর্থবছর থেকে ২০০৮-০৯ অর্থবছর পর্যন্ত ৯ অর্থবছরে ঢাকা কর অঞ্চলের ১৬০ সার্কেলে এ বি এম রুহুল আমিন হাওলাদারের ৮৮ লাখ ৬৯ হাজার টাকা আয়কর বকেয়া রয়েছে।

এ বিষয়ে জাপার জেলা যুগ্ম সাধারণ সম্পাদক জাকির মাহমুদ বলেন, ‘আজকেই আমাদের দলীয় প্রার্থীর বকেয়া করের টাকা পরিশোধ করা হয়েছে। আগামীকাল জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে অ্যাফিডেভিট দাখিল করা হবে এবং প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হবে বলে আমরা আশা করছি।’

রিটার্নিং কর্মকর্তা নূর কুতুবুল আলম সন্ধ্যায় মুঠোফোনে জানান, পটুয়াখালীর চারটি আসনে ২৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে ১৬ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। চার প্রার্থীর মনোনয়নপত্র বাতিল এবং আটজনের মনোনয়নপত্র প্রাথমিকভাবে স্থগিত করা হয়েছে। স্থগিত প্রার্থীরা ভুলত্রুটিগুলো সংশোধন করে দিলে তাঁদের বৈধ ঘোষণা করা হবে। যাঁদের মনোনয়নপত্র বাতিল হয়েছে, তাঁদেরও আপিল করার সুযোগ রয়েছে।