বিয়ের ১৮ দিনের মাথায় গৃহবধূর লাশ উদ্ধার

মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি

বিয়ের ১৮ দিনের মাথায় সিলেটের বিয়ানীবাজার থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে বিয়ানীবাজারের স্বামীর বাড়ির গোসলখানা থেকে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।

ওই নারীর নাম তাহমিনা আক্তার (২০)। তিনি মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার কবিরা গ্রামের বাসিন্দা। গত ২৯ মার্চ বিয়ানীবাজারের মুড়িয়া ইউনিয়নের আভঙ্গি গ্রামের নাসির উদ্দিনের (২৮) সঙ্গে ওই তরুণীর বিয়ে হয়। নাসির উদ্দিন সংযুক্ত আরব আমিরাতের প্রবাসী। ১৫ মার্চ তিনি দেশে ফেরেন।

পরিবার ও স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, তাহমিনার বাড়ি মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় হলেও বিয়ানীবাজারে তাঁর খালার বাড়ি। বিয়ের আগে খালার বাড়িতে যাওয়া-আসা করতেন তাহমিনা। খালার বাড়িতে যাওয়া-আসার সূত্র ধরে নাসির উদ্দিনের সঙ্গে দুই বছর আগে পরিচয় হয়েছিল তাহমিনার। এরপর তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এর মধ্যে নাসির উদ্দিন আরব আমিরাতে চলে গিয়েছিলেন। প্রায় দেড় বছর সেখানে অবস্থান করে সম্প্রতি দেশে ফেরার পর তাঁদের বিয়ে হয়।

বিয়ের পর স্বামীর বাড়িতেই থাকছিলেন তাহমিনা। মঙ্গলবার দুপুরে তাহমিনা গোসলখানায় যান। তবে দীর্ঘ সময় পরও বের না হওয়ায় ডাকাডাকি করেও সাড়া মিলছিল না। একপর্যায়ে ঘরের লোকজন দরজা ভেঙে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

এ বিষয়ে বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবদুলাল ধর বলেন, ওই নারীর মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিক সুরতহালে ঘটনাটি আত্মহত্যা হিসেবে ধারণা করা হচ্ছে। স্বামীর বাড়ির লোকজনের সঙ্গে বনিবনা না হওয়ায় ক্ষোভে এমনটি করছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার রাতে ওই নারীর স্বামী ও বাবার সঙ্গে কথা হয়েছে, তাঁদের কোনো অভিযোগ নেই। এরপরও কেউ অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।