কেরানীগঞ্জে লুটে নেওয়া স্বর্ণালংকার ২৪ ঘণ্টা পরও উদ্ধার হয়নি

অপরাধ
প্রতীকী ছবি

নিউ আল-আমিন জুয়েলার্সে হাতবোমা মেরে ডাকাতির ঘটনার ২৪ ঘণ্টা পরও  লুণ্ঠনকৃত মালামাল উদ্ধার করতে পারেনি পুলিশ। এ ঘটনার প্রতিবাদে দোকান বন্ধ রেখে স্বর্ণ ব্যবসায়ীরা বিক্ষোভ ও মানববন্ধন করেছেন। আজ বৃহস্পতিবার সকালে ঢাকা-মাওয়া মহাসড়কের দক্ষিণ কেরানীগঞ্জের আবদুল্লাহপুর বাজার এলাকায় তাঁরা এসব কর্মসূচি পালন করেন।

আবদুল্লাহপুর বাজার স্বর্ণ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ভোলা কুণ্ডু বলেন, ‘আমাদের স্বর্ণ মার্কেট এলাকায় এমন ঘটনা আর কখনো ঘটেনি। যারাই এ ধরনের ঘটনা ঘটিয়েছে, সেটা পরিকল্পিত। আমাদের সমিতির সভাপতি স্বপন মণ্ডলকে গুলি করে তার দোকান থেকে স্বর্ণ লুটপাট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। আজকে আমাদের মার্কেট এলাকার স্বর্ণের দোকান ও কারখানা বন্ধ রেখে দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করা হচ্ছে। আমরা অবিলম্বে দোষীদের গ্রেপ্তারের দাবি জানাই।’

দিপা জুয়েলার্সের মালিক সুমন দাস বলেন, ‘নাসির মার্কেটের সাতটি দোকানসহ আবদুল্লাহপুর বাজার এলাকায় কমপক্ষে ৪০টি স্বর্ণকারের দোকান রয়েছে। বুধবারের ঘটনায় আমাদের ব্যবসায়ী স্বপনের দোকানে ডাকাতির ঘটনাটি পরিকল্পিতভাবে ঘটিয়েছে। এতে আমরা স্বর্ণ ব্যবসায়ীরা আতঙ্কের মধ্যে রয়েছি। আমাদের নিরাপত্তা না থাকলে আমরা কীভাবে ব্যবসা করব?’

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহজামান বলেন, স্বর্ণালংকার লুটের ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে তদন্ত চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
গতকাল বুধবার বেলা পৌনে দুইটার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের আবদুল্লাহপুর এলাকায় নাসিরুদ্দিন সুপার মার্কেটের নিউ আল-আমিন জুয়েলার্সে দিনদুপুরে হাতবোমা মেরে আতঙ্ক সৃষ্টি করে দুর্বৃত্তরা। এরপর তারা ওই দোকানের ব্যবসায়ী স্বপন মণ্ডলের (৪৫) পায়ে গুলি করে প্রায় ৫০০ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।