দিনাজপুরে মাদক কারবারিদের সঙ্গে র্যাব সদস্যের হাতাহাতি, দুই সদস্য আহত
দিনাজপুর সদর উপজেলায় র্যাব সদস্যদের সঙ্গে স্থানীয় মাদক কারবারিদের হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে র্যাবের দুই সদস্য আহত হয়েছেন। শনিবার বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার কমলপুর ইউনিয়নের দাইনুর নয়াবাড়ী সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
আহত দুই র্যাব সদস্য হলেন গোলাম রহমান (৩৫) ও এনামুল হক (২৬)। তাঁরা দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে কমলপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ১ নম্বর ওয়ার্ডের সদস্য আবুল হোসেন বলেন, শনিবার বিকেলে সাদাপোশাকে র্যাবের চার সদস্য স্থানীয় এক মাদক ব্যবসায়ীর কাছে মাদক কেনার জন্য তিন হাজার টাকা দেন। পরে ওই মাদক ব্যবসায়ী ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিল সরবরাহ করতে এলে র্যাব সদস্যরা তাঁকে আটক করেন। এ সময় তাঁদের মধ্যে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে এলাকার কয়েকজন র্যাব সদস্যদের দিকে তেড়ে আসেন এবং মারধর শুরু করেন। পরে র্যাব সদস্যরা বন্দুক উঁচিয়ে দুটি ফাঁকা গুলি ছুড়লে এলাকাবাসীর ছত্রভঙ্গ হয়ে যান। তখন র্যাব সদস্যরা ওই এলাকা ছাড়েন।
ইউপি সদস্য আরও বলেন, এ ঘটনার পর থেকে এলাকায় বিজিবি, র্যাব ও পুলিশের একাধিক দল টহল দিয়ে গেছে। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে দিনাজপুর র্যাব-১৩, সিপিসি-১ ক্যাম্পের এএসপি আবদুর রাজ্জাক বলেন, বিকেলে র্যাবের একটি আভিযানিক দল নিয়মিত অভিযানের অংশ হিসেবে দাইনুর সীমান্ত এলাকায় যায়। সেখানে মাদক কারবারিদের সঙ্গে তাদের হাতাহাতির ঘটনা ঘটে। সাদাপোশাকে থাকার কারণে র্যাবের সদস্যরা স্থানীয় লোকজনের তোপের মুখে চারটি ফাঁকা গুলি ছোড়েন। মাদক ব্যবসায়ীদের সঙ্গে হাতাহাতির সময় র্যাবের দুই সদস্য আহত হয়েছেন। তাঁদের মধ্যে একজন মাথায় আঘাত পেয়েছেন। দুই সদস্যই হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান।