গরমে অতিষ্ঠ হয়ে নদীতে নেমে ডুবে মারা গেল ছোট্ট রাদ

রাদ ইসলাম
ছবি: সংগৃহীত

গরম থেকে বাঁচতে বাড়ির পাশের পদ্মা নদীর চরে সৃষ্ট খালে (খাড়ি) নেমেছিল ১০ বছরের শিশু রাদ ইসলাম। কিন্তু খালের ঠান্ডা পানিতে শান্তি পাওয়া হলো না তার। ওই খালে ডুবে মৃত্যু হয়েছে ছোট্ট এই শিশুর।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে নাটোরের লালপুর উপজেলার লালপুর সদর ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। রাদ রামকৃষ্ণপুর গ্রামের মোমিনুল ইসলামের ছেলে। সে মাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র।

পরিবারের সূত্রে জানা যায়, গরমে অতিষ্ঠ হয়ে মঙ্গলবার দুপুর ১২টার দিকে মাকে বলে বাড়ির পাশের পদ্মা নদীর চরের খালে গোসল করতে যায় রাদ। খালের পাড়ে পরনের পোশাক রেখে একাই পানিতে নামে সে।

অনেকক্ষণ পরও বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন সেখানে গিয়ে তার পোশাক পড়ে থাকতে দেখেন। পরে পানিতে নেমে অচেতন অবস্থায় রাদকে উদ্ধার করেন এলাকার এক যুবক। তাৎক্ষণিক তাকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশকে জানিয়ে দাফনের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন রাদের দুলাভাই গিয়াস উদ্দিন। তিনি প্রথম আলোকে বলেন, দুই ভাই ও এক বোনের মধ্যে রাদ ছোট। তার বড় ভাই বিদেশে থাকেন। বোনের বিয়ে হয়ে গেছে। মা-ই রাদের সবকিছু দেখাশোনা করতেন।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উজ্জ্বল হোসেন প্রথম আলোকে বলেন, খবরটি শুনেছেন। তবে থানায় কেউ কোনো অভিযোগ দেননি।