টেকনাফে পৃথক স্থান থেকে দুই ব্যক্তির লাশ উদ্ধার

লাশ
প্রতীকী ছবি

কক্সবাজারের টেকনাফে পৃথক দুটি স্থান থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকাল সাড়ে আটটার দিকে টেকনাফ পৌরসভার কায়ুকখালিয়াপাড়া খালসংলগ্ন এলাকা থেকে ভাসমান অবস্থায় একজনের লাশ উদ্ধার করা হয়। এর আগে সকাল আটটার দিকে উপজেলা হ্নীলা ইউনিয়নের দমদমিয়া পাহাড়ি এলাকা থেকে গুলিবিদ্ধ অবস্থায় আরেকজনের লাশ উদ্ধার করা হয়েছে।

নিহত দুই ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। এর মধ্যে ভাসমান অবস্থায় উদ্ধার হওয়া ব্যক্তির আনুমানিক বয়স ৩৫ বছর এবং গুলিবিদ্ধ ব্যক্তির আনুমানিক বয়স ২৫ বছর। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, আজ সকালে টেকনাফ পৌরসভার কায়ুকখালিয়াপাড়া খাল এলাকায় একটি মাছের আড়তের সামনে ভাসমান অবস্থায় এক যুবকের লাশ দেখতে পান স্থানীয় লোকজন। পরে খবর পেয়ে থানার পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।

এর আগে সকালে উপজেলার হ্নীলা ইউনিয়নের দমদমিয়া পাহাড়ি এলাকা থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক তরুণের লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর শরীরে চারটি গুলির চিহ্ন পাওয়া গেছে।

ওসি হাফিজুর রহমান বলেন, লাশ দুটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। নিহত ব্যক্তিদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।