গাজীপুরে আসামি ধরতে গিয়ে হামলায় পুলিশ কর্মকর্তা আহত, গ্রেপ্তার ৩
গাজীপুরে চাঁদাবাজি মামলার এক আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছেন বাসন থানা–পুলিশের এক উপপরিদর্শক (এসআই)। গতকাল বুধবার রাত আটটার দিকে নগরের বাসন থানাধীন ইটাহাটা এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত পুলিশ কর্মকর্তা মোহাম্মদ আলী বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন। পরে রাতেই অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়।
থানা সূত্রে জানা গেছে, চাঁদাবাজি মামলার আসামি রবি মিয়াকে (৩৪) গ্রেপ্তার করতে তাঁর ইটাহাটার বাড়িতে অভিযান চালান এসআই মোহাম্মদ আলী। এ সময় আসামি রবি ও তাঁর পরিবারের সদস্যরা অতর্কিতভাবে এসআই মোহাম্মদ আলীর ওপর হামলা করেন এবং তাঁকে মারধর করেন। খবর পেয়ে গাজীপুর মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অবস্থায় এসআইকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।
বাসন থানার উপপরিদর্শক (এসআই) মো. সজীব মিয়া জানান, হামলার পর মূল আসামি রবি পালিয়ে গেলেও ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়। রবিকে গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত আছে।