শিশু সিয়াম
ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে খেলতে গিয়ে বঁটিতে পা কেটে মো. সিয়াম (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ড চন্নাপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। বেলা দেড়টার দিকে শিশুটি মারা যায়।

শিশুটি উপজেলার মাওনা ইউনিয়নের বদনী ভাঙ্গা গ্রামের মো. শহিদুল ইসলাম ও মোসা. সেতু দম্পতির একমাত্র ছেলে। শিশুটি তার মায়ের সঙ্গে পৌর শহরের চন্নাপাড়ায় একটি ভাড়া বাড়িতে থাকত। মা স্থানীয় একটি কারখানায় কাজ করেন। বাবা গ্রামের বাড়িতে থেকে সেখানে আসা-যাওয়া করতেন।

দ্রুত তাকে পার্শ্ববর্তী এটি ওষুধের দোকানে নিয়ে যাওয়া হয়। সেখানে মো. রাহুল নামের একজন পল্লিচিকিৎসক শিশুটিকে চিকিৎসা দেন।

সিয়ামের নানা মো. রাফেল মিয়া বলেন, ঘরের বাইরে খেলার সময় আজ দুপুর সাড়ে ১২টার দিকে অসাবধানতাবশত বঁটিতে পা লেগে সিয়ামের পায়ের তলা কেটে যায়। প্রচুর রক্তক্ষরণ হয়। দ্রুত তাকে পার্শ্ববর্তী এটি ওষুধের দোকানে নিয়ে যাওয়া হয়। সেখানে মো. রাহুল নামের একজন পল্লিচিকিৎসক শিশুটিকে চিকিৎসা দেন। ইনজেকশন প্রয়োগ করে পায়ে ১০টি সেলাই করে দেন ওই পল্লিচিকিৎসক। এর পর তার খিঁচুনি ওঠে। দ্রুত তাকে মাওনা চৌরাস্তার আলহেরা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

পল্লিচিকিৎসক মো. রাহুল বলেছেন, শিশুটিকে তাঁর কাছে আনা হলে তিনি ইনজেকশন দিয়েছেন। এরপর ক্ষতস্থানে সেলাই করে দিয়েছেন। পরে শিশুটিতে জীবিত অবস্থায় অন্য একটি হাসপাতালে নিয়ে যায় পরিবার।

চন্নাপাড়া গ্রামের বাসিন্দা মো. নজরুল ইসলাম বলেন, সামান্য অসতর্কতায় বড় দুর্ঘটনায় ঘটে গেল। পা কেটে শিশুটির জীবনপ্রদীপ নিভে যাবে এটা মেনে নেওয়া কষ্টকর।

শিশুর নানা বলেন, এ ঘটনায় পরিবারের কোনো অভিযোগ নেই।