দুর্ভিক্ষকে জাদুঘরে পাঠিয়ে আমরা নিজেদের পায়ে দাঁড়িয়েছি: নানক
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নত বিশ্বের কাতারে নাম লেখাতে যাচ্ছে। অনেকগুলো মেগা প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। এর সুফল ভোগ করছেন দেশের মানুষ। দুর্ভিক্ষকে জাদুঘরে পাঠিয়ে আমরা এখন নিজেদের পায়ে দাঁড়িয়েছি।’
শুক্রবার সন্ধ্যায় দক্ষিণ সুরমার একটি কমিউনিটি সেন্টারে সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর পক্ষে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান সভাপতিত্ব ও সিলেট-৩ আসনের সাংসদ হাবিবুর রহমান সঞ্চালনা করেন।
আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নেতাদের সঙ্গে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় জাহাঙ্গীর কবির বলেন, ‘সিলেটবাসীর জন্য প্রধানমন্ত্রীর মন সব সময় উদার। ১০ বছর ধরে সিলেট সিটি করপোরেশনের নাগরিকদের উন্নয়নের জন্য আওয়ামী লীগ সরকার কোটি কোটি টাকা বরাদ্দ দিয়েছে। অত্যন্ত দুঃখের বিষয়, সেই টাকার সদ্ব্যবহার না হওয়ায় সিলেটবাসীর দুঃখ ঘোচেনি। সে জন্য দায়ী কে? আপনারা সবাই তাঁকে চেনেন এবং জানেন।’
সভায় বিশেষ অতিথির বক্তব্যে দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী। অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সহসভাপতি মো. নিজাম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক কবির উদ্দিন আহমদ, সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান, জেলা আওয়ামী লীগের সদস্য আবু জাহেদ, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল আলম, মহানগর আওয়ামী লীগের সদস্য জুমাদিন আহমদ। আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা ইমরুল হাসান, খলিল আহমদ, তাহসিন আহমদ, যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা আবুল কাশেম প্রমুখ।
এদিকে নগরের একটি নির্বাচনী প্রস্তুতি সভায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, ‘বর্তমান মেয়র আরিফুল হক নির্বাচন নিয়ে নাটক করেন। কখনো বলেন, নির্বাচন করবেন। আবার কখনো বলেন, নির্বাচন করবেন না। এই নাটকের প্রয়োজন কী? আমি বলছি, ধানের শীষ নিয়ে নির্বাচনে আসেন। খেলা হবে।’
শুক্রবার সন্ধ্যায় নগরের কবি নজরুল অডিটরিয়ামে আনোয়ারুজ্জামান চৌধুরীর সমর্থনে জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক লীগ এ সভার আয়োজন করে।
আনোয়ারুজ্জামান চৌধুরী আরও বলেন, মেয়র আরিফুল হক চৌধুরী পরিকল্পিত উন্নয়নে ব্যর্থ। এর যন্ত্রণা ভোগ করতে হচ্ছে নগরবাসীকে। অল্প বৃষ্টিতেই হাবুডুবু খেতে হয়। ধানের শীষ নিয়ে এবার নির্বাচনে এলে সিলেটবাসী তাঁকে প্রত্যাখ্যান করবেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন। সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসার আজিজের সভাপতিত্বে ও নগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাসের সঞ্চালনায় সভায় প্রধান বক্তা ছিলেন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সভাপতি মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক জাকির হোসেন, স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি সুব্রত পুরকায়স্থ, যুগ্ম সাধারণ সম্পাদক মোবাশ্বের চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আ ফ ম মাহবুবুল হাসান, সদস্য শাহীন আহমদ চৌধুরী, ঢাকা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আনিসুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, প্রচার সম্পাদক রাহাত মাহমুদ, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সোহেব চৌধুরী, হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুজন চৌধুরী ও সাধারণ সম্পাদক মোস্তফা কামাল আজাদ, মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক।