ঝিনাইদহ-২ (সদর-হরিণাকুণ্ডু) আসনে আওয়ামী লীগের প্রার্থী সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকীর বিরুদ্ধে জেলা যুবলীগের আহ্বায়ক আশফাক মাহমুদকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার সকালে শহরের চাকলাপাড়া এলাকায় একটি ব্যবসাপ্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে।
ওই সময় সঙ্গে থাকা এক কর্মীকে কিল–ঘুষি মেরে লাঞ্ছিত করা হয় বলে অভিযোগ করেন আশফাক মাহমুদ। তাঁরা উভয়ই জীবনের নিরাপত্তা চেয়ে সংসদ সদস্যের বিরুদ্ধে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
তবে সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী বলেন, তিনি আজ পর্যন্ত একটি পিঁপড়াও মারেননি। সেখানে একজনকে হত্যার হুমকি দেওয়ার প্রশ্নই ওঠে না। তিনি বলেন, যুবলীগ নেতাকে দেখে তিনি এগিয়ে যান এবং তাঁর সঙ্গে কথা বলেন। তিনি তাঁকে (আশফাক) বলেছেন, যুবলীগ করে দলের নেতা হয়ে অনেক সুবিধা নিয়েছেন। এখন দলের সঙ্গে বেইমানি করছেন, এটা ঠিক নয়। আপনাদের দেখে কেউ যুবলীগ করতে আসবে না। ওই কথার পর কেউ যদি অভিযোগ করে থাকেন, করতে পারেন, এটা তাঁর গণতান্ত্রিক অধিকার। তদন্ত শেষে অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেবে।
স্থানীয় সূত্র জানায়, আজ সকাল সাড়ে ১০টার দিকে শহরের চাকলাপাড়া এলাকায় ব্যবসায়িক অংশীদার মামুনুর রহমানের ব্যবসাপ্রতিষ্ঠানে যান যুবলীগ নেতা আশফাক মাহমুদ। আশফাক অভিযোগ করে বলেন, তিনি ওই ব্যবসাপ্রতিষ্ঠানে বসে কথা বলছিলেন, সেখানে দাঁড়িয়ে ছিলেন যুবলীগের কর্মী আহাদ আলী। হঠাৎ সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সেখানে এসে আহাদ আলীর জামার কলার চেপে ধরে কিল–ঘুষি মারতে থাকেন। তখন ভেতর থেকে তিনি এগিয়ে গেলে তাঁকে গালাগাল করেন এবং হত্যার হুমকি দেন।
যুবলীগ নেতা আশফাক বলেন, বর্তমানে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। তা ছাড়া ঈগল প্রতীকের কর্মীদের ক্ষতি করতে পারেন। যে কারণে তিনি ও তাঁর সঙ্গে থাকা আহাদ আলী পৃথক দুটি জিডি করেছেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহীন উদ্দীন বলেন, যুবলীগ নেতা আশফাক মাহমুদ একটি জিডির আবেদন করেছেন। সেটি নথিভুক্ত করা হয়েছে। এ বিষয়ে তদন্ত করে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
ঝিনাইদহ-২ আসনে এবার মোট ১১ জন প্রার্থী আছেন। মূল প্রতিদ্বন্দ্বিতায় আছেন আওয়ামী লীগের প্রার্থী সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী (নৌকা) ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি স্বতন্ত্র প্রার্থী নাসের শাহরিয়ার জাহেদী (ঈগল)। দুই প্রার্থীর কর্মী-সমর্থকেরা পছন্দের প্রার্থীকে জেতাতে মাঠে প্রচারণা চালাচ্ছেন। এর মধ্যে বেশ কয়েকটি ঘটনায় বিবাদেও জড়িয়েছেন দুই প্রার্থীর সমর্থকেরা।