গুচ্ছ ভর্তি পরীক্ষাপদ্ধতিতে থাকছে না ইসলামী বিশ্ববিদ্যালয়

ইসলামী বিশ্ববিদ্যালয়
ফাইল ছবি

গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় না থেকে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে নিজস্ব ব্যবস্থাপনায় স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত ১২৭তম একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত হয়।

সভা শেষে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মামুনুর রহমান প্রথম আলোকে বলেন, একাডেমিক কাউন্সিলের সভায় গুচ্ছ পদ্ধতিতে থাকা না থাকার বিষয়ে আলোচনা হয়েছে। প্রায় সব সদস্যই গুচ্ছ ভর্তি পরীক্ষাপদ্ধতি থেকে বেরিয়ে আসার পক্ষে সম্মতি দিয়েছেন। মাত্র ১০ শতাংশ শিক্ষক গুচ্ছ পদ্ধতিতে থাকার পক্ষে মত দিয়েছেন। আলোচনা শেষে গুচ্ছ পদ্ধতিতে না যাওয়া এবং নিজস্ব তত্ত্বাবধানে ভর্তি কার্যক্রমের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

আরও পড়ুন

সভায় উপস্থিত আরও কয়েকজন শিক্ষকের ভাষ্য, গুচ্ছ পদ্ধতিতে শিক্ষার্থী ও অভিভাবকেরা চরম দুর্ভোগে পড়েন। ঝামেলা বেশি। আর নিজস্ব তত্ত্বাবধানে ও বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা নেওয়া হলে খুবই দ্রুততম সময়ে ভর্তি কার্যক্রম শেষ করা যায়। শিক্ষার্থীদের দুর্ভোগ পোহাতে হয় না। এ জন্য প্রায় সব শিক্ষক গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা থেকে বের হওয়ার বিষয়ে সম্মতি দিয়েছেন।

উপাচার্য অধ্যাপক শেখ আবদুস সালামের সভাপতিত্বে সভায় সহ-উপাচার্য মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ আলমগীর হোসেন ভূঁইয়া, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান, সব অনুষদের ডিন ও সব বিভাগের সভাপতিরা উপস্থিত ছিলেন। সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের রুটিন এজেন্ডা, নানা সমস্যা নিরসনের ব্যাপারে আলোচনা হয়।

আরও পড়ুন

এর আগে ২৩ জানুয়ারি নানা অব্যবস্থাপনা ও সংকটের বিষয়গুলো আমলে নিয়ে সর্বসম্মতভাবে গুচ্ছ ভর্তি প্রক্রিয়া থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেয় শিক্ষক সমিতি। এই সিদ্ধান্তের পরের তিন দিনের মধ্যে একক পদ্ধতিতে ভর্তি কার্যক্রম শুরু করার দাবি জানায় সংগঠনটি। এরপরও যদি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গুচ্ছ পদ্ধতিতে অংশ নেয়, তবে শিক্ষকেরা ভর্তি কার্যক্রমে অংশ নেবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন।

আরও পড়ুন

এর আগে ২০২১-২২ শিক্ষাবর্ষে নানা ভোগান্তির পরিপ্রেক্ষিতে শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন মহল নিজস্ব পদ্ধতিতে পরীক্ষা নেওয়ার দাবি জানিয়েছিল। পরে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি প্রথম দিকে গুচ্ছ পদ্ধতির বিপক্ষে অনড় অবস্থান নিলেও পরবর্তী সময়ে শর্তসাপেক্ষে সিদ্ধান্ত পরিবর্তন করে। ২০২২-২৩ শিক্ষাবর্ষে সিন্ডিকেট সভায় একক পদ্ধতিতে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত হয়। তবে পরে রাষ্ট্রপতির আদেশের পর আবার গুচ্ছ ভর্তি পরীক্ষাপদ্ধতিতে অংশ নেয় ইবি।

আরও পড়ুন