সৈয়দপুরে তীব্র শীতে বিদ্যালয়ে এসে শিক্ষার্থীরা জানল পাঠদান বন্ধ

আগে নোটিশ না পাওয়ায় বিদ্যালয়ে চলে এসেছে শিক্ষার্থীরা। সোমবার সকালে সৈয়দপুর শহরের বাঙালিপুর নিজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়েছবি: প্রথম আলো

নীলফামারীর সৈয়দপুরে তীব্র ঠান্ডা ও ঘন কুয়াশা উপেক্ষা করে বিদ্যালয়ে এসে প্রাথমিকের শিক্ষার্থীরা জানতে পেরেছে আজ সোমবার পাঠদান বন্ধ। তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামায় সরকারি নির্দেশনা অনুযায়ী, সৈয়দপুরের সব প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্তৃপক্ষ।

আজ সকালে নীলফামারীর সৈয়দপুর শহরের বাঙালিপুর নিজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, শিক্ষকেরা কমনরুমে বসে আছেন। সেখানে আলাপকালে প্রধান শিক্ষক রুকসানা প্রধান বলেন, সকালে প্রাথমিক শিক্ষা বিভাগের মেসেঞ্জার গ্রুপে নোটিশ দেখে জানতে পেরেছেন, সৈয়দপুরের সব প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে। সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী, ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রা নামলে পাঠদান বন্ধ রাখতে হবে। ওই নির্দেশনা মেনে তাঁরা শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। তবে সবাইকে জানানো সম্ভব হয়নি। ফলে অনেক শিক্ষার্থী কনকনে শীত উপেক্ষা করে বিদ্যালয়ে চলে এসেছে।

সৈয়দপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হাকিম বলেন, সৈয়দপুরে আজ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। শীত ও কুয়াশার পাশাপাশি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।

তাপমাত্রা কমে যাওয়ায় উপজেলার ৭৯টি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন সৈয়দপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন।

শহরের বার্মাসেল এলাকায় অবস্থিত সৈয়দপুর ফ্রি আমিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এক শিক্ষার্থীর অভিভাবক নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘আগে থেকে নোটিশ পেলে বাচ্চাটাকে স্কুলে নিয়ে আসতাম না।’ তিনি শীতে কাঁপছিলেন, কাঁপছিল তাঁর বাচ্চাও।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাতেমা পারভীন বলেন, ‘ওপরের নির্দেশ ছাড়া পাঠদান বন্ধ রাখা যায় না। সকালেই খবর পেলাম, ক্লাস বন্ধ রাখতে হবে। সে অনুযায়ী, আমরা দ্রুত পদক্ষেপ নিয়েছি।’

সকালে ফ্রি আমিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিদর্শনে এসেছিলেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মুশাররত জাহান। তিনি বলেন, ‘গতকাল তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের ওপর ছিল। কাজেই আমরা শিক্ষার্থীদের পূর্বসতর্কতা দিতে পারিনি। আজ সকালে তাপমাত্রা ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে। ফলে তাৎক্ষণিকভাবে আমরা মেসেঞ্জার গ্রুপে নোটিশ দিয়ে পাঠদান বন্ধ রাখার বিষয়টি জানিয়েছি।’