ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রীকে লাঞ্ছিত করার অভিযোগ, বিচারের দাবিতে বিক্ষোভ
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের বিরুদ্ধে এক ছাত্রীকে থাপ্পড় দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ওই ছাত্রের বিচারের দাবিতে বেগম খালেদা জিয়া আবাসিক হলের ছাত্রীরা জড়ো হয়ে বিক্ষোভ করছেন। বিচার না হওয়া পর্যন্ত তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন বলে স্লোগান দিচ্ছেন। আজ বৃহস্পতিবার রাত সোয়া সাতটা থেকে হল প্রাঙ্গণে আন্দোলন চলছে।
রাত পৌনে আটটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, আন্দোলনরত ছাত্রীদের সঙ্গে কথা বলতে হলের প্রভোস্ট ইয়াসমিন আরাকে পাঠানো হয়েছে। তিনি কুষ্টিয়া শহরে থাকেন। ইতিমধ্যে তিনি ক্যাম্পাসের উদ্দেশে রওনা দিয়েছেন।
এ মুহূর্তে কিছু বলতে চাচ্ছি না। প্রশাসনের সবাই আসবে। তারপর সাংবাদিকদের সামনেই সব বলব।
ঘটনার বিষয়ে জানতে চাইলে প্রক্টর জানান, খালেদা জিয়া হলের একটি কক্ষে নতুন আবাসিক এক ছাত্রী আজ ওঠেন। ওই কক্ষে জানালার পাশে বিছানা নেওয়া নিয়ে কক্ষে থাকা এক ছাত্রীর সঙ্গে তাঁর বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে ওই ছাত্রী বাইরে বের হয়ে তাঁর ছেলে বন্ধুকে জানান। পরে ওই ছেলে বন্ধু আরও কয়েকজনকে নিয়ে বাগ্বিতণ্ডাকারী ছাত্রীকে ক্যাম্পাসের ভেতর পেয়ে পথরোধ করেন। ছেলেটি এ সময় ওই ছাত্রীকে ধাক্কা ও থাপ্পড় দেন বলে অভিযোগ। এমন খবর সন্ধ্যায় হলে ছড়িয়ে পড়লে হল থেকে মেয়েরা বের হয়ে হল প্রাঙ্গণে বিক্ষোভ করছেন।
রাত আটটার দিকে ভুক্তভোগী ছাত্রীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি প্রথম আলোকে বলেন, ‘এ মুহূর্তে কিছু বলতে চাচ্ছি না। প্রশাসনের সবাই আসবে। তারপর সাংবাদিকদের সামনেই সব বলব।’