শারজাফেরত যাত্রীর ব্যাগে লাখ টাকার সোনার গুঁড়া

ব্যাগের ভেতরে কৌশলে লুকিয়ে এই সোনার গুঁড়া নিয়ে আসেন শারজাফেরত এক যাত্রী। গতকাল সকালে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সংযুক্ত আরব আমিরাতের শারজা থেকে আসা এক যাত্রীর ব্যাগ থেকে ২৩৫ গ্রাম সোনার গুঁড়া জব্দ করেছেন কর্মকর্তারা। আজ রোববার সকালে এই যাত্রীর ব্যাগ তল্লাশি করে এসব সোনার গুঁড়া উদ্ধার করা হয়।

বিমানবন্দরে নিয়োজিত জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার একজন কর্মকর্তা প্রথম আলোকে জানান, শারজাফেরত যাত্রী মো. নেজাম উদ্দিন বৈধভাবে একটি সোনার বার এবং ১০০ গ্রাম স্বর্ণালংকার নিয়ে আসেন। কাস্টমস কর্তৃপক্ষ স্বর্ণবার আনা বাবদ শুল্ককর আদায় করছিল। এ সময় সন্দেহ হওয়ায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা তাঁকে তল্লাশি করে ব্যাগের মধ্যে লুকিয়ে আনা ২৩৫ গ্রাম সোনার গুঁড়া জব্দ করেন।  

কর্মকর্তারা জানান, অবৈধভাবে সোনা পাচারের চেষ্টা করায় যাত্রী নেজাম উদ্দিনের আনা সব সোনাই জব্দ করা হয়েছে। জব্দ সোনার ওজন ৪৫১ গ্রাম। এর বাজারমূল্য ৩৯ লাখ ৮৫ হাজার ৪২০ টাকা। এসব সোনা বিমানবন্দরে নিয়োজিত কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হয়েছে।

কর্মকর্তারা জানান, এ ঘটনায় ওই যাত্রীর বিরুদ্ধে পতেঙ্গা মডেল থানায় বিমানবন্দর কাস্টমস কর্তৃক ফৌজদারি মামলার প্রস্তুতি চলছে।