সিলেটের দক্ষিণ সুরমার নাজিরবাজারে ঢাকা-সিলেট মহাসড়কে পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৫ শ্রমিকের প্রাণহানির ঘটনার কারণ অনুসন্ধান ও সুপারিশ প্রণয়নের জন্য ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সিলেট জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে এ কমিটির প্রধান করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাতে সিলেট জেলা প্রশাসনের নেজারত শাখার ডেপুটি কালেক্টর (গণমাধ্যম) আহসানুল আলম এ তথ্য জানিয়েছেন।
কমিটির সদস্যসচিব করা হয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সহকারী পরিচালককে (ইঞ্জিনিয়ারিং)। কমিটির অন্য চার সদস্য হচ্ছেন সিলেট মহানগর পুলিশ কমিশনার, জেলার পুলিশ সুপার, সিলেট সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) উপবিভাগীয় প্রকৌশলী, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান।
গত বুধবার ভোরে সিলেটের দক্ষিণ সুরমার ঢাকা-সিলেট মহাসড়কের নাজিরবাজারে ট্রাক ও শ্রমিকদের বহনকারী পিকআপ ভ্যানের সংঘর্ষে ১৪ শ্রমিকের মৃত্যু হয়। সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে আরও একজনের মৃত্যু হয়। তাঁরা নগরের আম্বরখানা এলাকা থেকে ঢালাই কাজের জন্য ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে যাচ্ছিলেন।