চট্টগ্রামে ছুরিকাঘাতে গৃহবধূ নিহত
চট্টগ্রাম নগরের পতেঙ্গায় ছুরিকাঘাতে ফেরদৌস আরা (৪০) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। গতকাল রোববার মধ্যরাতে পতেঙ্গার চড়িহালদা মোড় এলাকায় জমিসংক্রান্ত বিরোধের জেরে দেবরের ছুরিকাঘাতে তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। ফেরদৌস আরা ওই এলাকার মো. লোকমানের স্ত্রী।
পতেঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) সজীব আচার্য প্রথম আলোকে বলেন, জমিসংক্রান্ত বিরোধের জেরে ফেরদৌস আরাকে ছুরিকাঘাত করেন তাঁর দেবর রবিন ওরফে রনি। এরপর তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এসআই সজীব আচার্য আরও বলেন, নিহত গৃহবধূর লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে রয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত দেবর পলাতক। তাঁকে ধরতে পুলিশের অভিযান চলমান।