আগৈলঝাড়ায় ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে বিএনপি নেতার বাড়িতে হামলার অভিযোগ

বিএনপি নেতা আবুল হোসেনের বাড়ির ভাঙা জানালা। সোমবার সকালে আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নে
ছবি: প্রথম আলো

বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মো. সফিকুল ইসলাম তালুকদারের (৩২) নেতৃত্বে সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আবুল হোসেনের (৫৯) বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে।

গতকাল রোববার রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। হামলাকারীরা একটি পাকা ভবন ও কাঠের বসতঘর ভাঙচুর করেছে। এ ঘটনায় পুলিশের সাহায্য না পাওয়া এবং মামলা না নেওয়ার অভিযোগ করেছেন আবুল হোসেন।

গৈলা ইউপির সাবেক চেয়ারম্যান আবুল হোসেন বলেন, গতকাল রাতে খাওয়াদাওয়া শেষে ১২টার দিকে ঘুমাতে যান স্বজনেরা। তিনি টেলিভিশন দেখছিলেন। হঠাৎ রাত সাড়ে ১২টার দিকে বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সফিকুল ইসলাম তালুকদারের নেতৃত্বে ছাত্রলীগ-যুবলীগের ৩০ থেকে ৪০ জন অস্ত্রধারী তাঁর বাড়িতে হামলা চালান। সন্ত্রাসীরা একটি পাকা ভবনের জানালার থাই গ্লাস, কাঁচা বসতঘরের বেড়া, দরজা-জানালা ভাঙচুর করে ভেতরে ঢোকার চেষ্টা করেন। এ সময় অকথ্য ভাষায় গালিগালাজ করেন তাঁরা। আতঙ্কে তাঁর ছেলেমেয়েরা কান্নাকাটি করতে থাকেন। একপর্যায়ে তাঁকে প্রাণনাশের হুমকি দিয়ে সন্ত্রাসীরা চলে যান।

বিএনপি নেতা আবুল হোসেন অভিযোগ করে বলেন, ‘ঘটনার সময় আমি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আবু সালেহ লিটন সেরনিয়াবাতকে ও থানায় ফোন করে সাহায্য চাইলেও তাঁরা কোনো সহযোগিতা করেননি। এমনকি এ ঘটনায় মামলাও নেয়নি পুলিশ।’

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ইউপি চেয়ারম্যান মো. সফিকুল ইসলাম এ ব্যাপারে কথা বলতে রাজি হননি। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আবু সালেহ লিটন সেরনিয়াবাত ফোন ধরেননি। খুদে বার্তা পাঠিয়েও তাঁর সাড়া মেলেনি।

আগৈলঝাড়া থানার পরিদর্শক মো. মাজাহারুল ইসলাম প্রথম আলোকে বলেন, রাতে বিএনপি নেতার ফোন পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ব্যাপারে থানায় কেউ লিখিত অভিযোগ করেননি।