কুয়াকাটা সমুদ্রসৈকতে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজ
পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে গোসল করতে নেমে আল আমীন সবুজ (৩০) নামের এক পর্যটক নিখোঁজ হয়েছেন। আজ সোমবার বেলা দেড়টার দিকে নিখোঁজ হন তিনি। তাঁকে উদ্ধার করতে গিয়ে সৈকত রক্ষার পাথরের ব্লকে আঘাত পেয়ে আরও তিনজন আহত হয়েছেন।
নিখোঁজ আল আমীন বগুড়ার শাহজাহানপুর উপজেলার বনানী গণ্ডগ্রামের বাসিন্দা। তিনি আইটেল নামের একটি মুঠোফোন কোম্পানিতে চাকরি করেন। সহকর্মীদের সঙ্গে কুয়াকাটা সৈকতে ভ্রমণে গিয়েছিলেন তিনি।
এর আগে গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে সৈকতে গোসল করতে নেমে মাহবুবুর রহমান (২৯) নামের এক পর্যটক নিখোঁজ হন। পরে বেলা তিনটার দিকে কুয়াকাটার শুঁটকি পল্লিসংলগ্ন সমুদ্রের তীর থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
নিখোঁজ আল আমীনের সহকর্মী রোকনুজ্জামান খান জানান, আজ বেলা ১১টার দিকে ৬০ জনের একটি দল নিয়ে বগুড়া থেকে কুয়াকাটায় বেড়াতে আসেন তাঁরা। বেলা একটার দিকে ছোট ছোট দলে ভাগ হয়ে তাঁরা সমুদ্রে গোসল করতে নামেন। আল আমীন একটি ছোট দলের সঙ্গে কুয়াকাটার জিরো পয়েন্টে গোসল করতে সমুদ্রে নামেন। সমুদ্র উত্তাল থাকায় একপর্যায়ে হঠাৎ ঢেউয়ের ঝাপটায় তিনি ভেসে যান। এ সময় তাঁকে বাঁচানোর চেষ্টা করেন তাঁর তিন সহকর্মী খাইরুল ইসলাম (২৯), অলিদ হোসেন (২২) ও ফারুক হোসেন (২০)। তাঁরা সৈকত রক্ষার সিসি ব্লকে ধাক্কা খেয়ে আহত হন।
স্থানীয় লোকজন জানান, আল আমীন নিখোঁজ হওয়ার পর স্থানীয় লোকজন জেলেদের সহায়তায় মাছধরার নৌকা ও ট্রলারের সাহায্যে উদ্ধারের চেষ্টা করেন, তবে সাগর উত্তাল থাকায় উদ্ধার তৎপরতা চালানো সম্ভব হয়নি।
পর্যটন পুলিশ কুয়াকাটা অঞ্চলের সহকারী পুলিশ সুপার মো. আবদুল খালেক প্রথম আলোকে বলেন, স্থানীয় জেলেদের মাধ্যমে নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারের চেষ্টা করেছেন তাঁরা, তবে এখন পর্যন্ত সফল হননি। ইতিমধ্যে কলাপাড়া উপজেলা সদরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে। ফায়ার সার্ভিসের দলটি আসার পর আবারও উদ্ধার তৎপরতা চালানো হবে। নিখোঁজ ব্যক্তি সাঁতার জানতেন না বলে তিনি জানান।