দেবীগঞ্জে সড়কের পাশে পড়ে ছিল যুবকের রক্তাক্ত লাশ

পঞ্চগড় জেলার মানচিত্র

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় সড়কের পাশে পড়ে থাকা অবস্থায় রাসেল ইসলাম (৩২) নামের এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চেংঠী হাজরাডাঙ্গা ইউনিয়নের নগর চেংঠী হাজীপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত রাসেল ইসলাম চেংঠী হাজরাডাঙ্গা ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকার হাফিজুর রহমানের ছেলে। রাসেল ইসলাম প্রতিবন্ধী (হাতের একটি আঙ্গুল বাঁকা ও টেনে টেনে কথা বলতেন) ছিলেন বলে জানা গেছে। প্রাথমিকভাবে ঘটনাটিকে সড়ক দুর্ঘটনা বলে সন্দেহ করছে নিহতের পরিবার। মৃত্যুর সঠিক কারণ জানতে আজ শুক্রবার সকালে রাসেলের লাশ ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহতের পরিবার ও স্থানীয় লোকজনের বরাত দিয়ে চেংঠী হাজরাডাঙ্গা ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুর রহমান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, গতকাল রাত ৯টার দিকে চেংঠী-নতুনহাট পাকা সড়ক থেকে প্রায় ১২০ গজ দূরে ডাঙ্গাপাড়া যাওয়ার সংযুক্ত সড়কের ধারে একটি লিচুবাগানে রাসেল ইসলামের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় কয়েকজন ব্যক্তি। এ সময় তাঁদের চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে পুলিশকে খবর দেন। লাশের মাথার বাঁ দিকে একটি হালকা ফোলা দাগ ছিল এবং নাক-মুখ দিয়ে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। প্রাথমিকভাবে স্থানীয় ব্যক্তিরা ভেবেছিলেন কোনো দ্রুতগামী ট্রাক্টর তাঁকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে। তবে লাশটি সড়ক থেকে কিছুটা দূরে পড়ে ছিল। এ ছাড়া লাশের পাশে তাঁর পরনের স্যান্ডেল গোছানো অবস্থায় ছিল এবং তাঁর ব্যবহৃত দুটি মুঠোফোন ও অল্প কিছু টাকা একটি পলিথিন ব্যাগে লাশের পাশে পড়ে ছিল। এসব দেখে ঘটনাটি সড়ক দুর্ঘটনা, না কি হত্যাকাণ্ড, তা নিয়ে স্থানীয় লোকজনের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি সড়ক দুর্ঘটনা বলে ধারণা করছেন নিহতের পরিবারের লোকজন। সেই হিসেবে সড়ক দুর্ঘটনা আইনে একটি মামলাও নেওয়া হয়েছে। তবে ওই যুবকের মৃত্যুর সঠিক কারণ জানতে লাশ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। এ ছাড়া ওই এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তীতে মামলা পরিচালনা করা হবে।