আওয়ামী লীগের পুনর্বাসনে যাঁরা কাজ করবেন, তাঁদের বিরুদ্ধে আন্দোলনে নামব: হাসনাত আবদুল্লাহ

কুমিল্লার দেবীদ্বার সদরের এ বি এম গোলাম মোস্তফা পৌর মিলনায়তনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন হাসনাত আবদুল্লাহ। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকেছবি: প্রথম আলো

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেন, ‘এই বাংলাদেশে যদি আওয়ামী লীগকে পুনর্বাসন করাতে হয়, তাহলে সেটা আমাদের রক্তের ওপর দিয়ে করাতে হবে। এই বাংলাদেশে হয় ফ্যাসিবাদ থাকবে, না হয় আমরা থাকব। যাঁরা ভোটের জন্য আওয়ামী লীগকে পুনর্বাসন করাতে চান, তাঁরা জাতীয় স্বার্থের সঙ্গে বেইমানি করছেন। আওয়ামী লীগের পুনর্বাসনে যাঁরা কাজ করবেন, তাঁদের বিরুদ্ধে আমরা আবারও আন্দোলনে নামব।’

কুমিল্লার দেবীদ্বার সদরের এ বি এম গোলাম মোস্তফা পৌর মিলনায়তনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে হাসনাত আবদুল্লাহ এ কথা বলেন। সভায় অংশ নেন উপজেলার আলিয়া ও কওমি মাদ্রাসার শিক্ষক-কর্মচারীরা।

হাসনাত আবদুল্লাহ বলেন, হাসিনা ধর্মনিরপেক্ষতার নামে এ দেশের ইসলাম ও দাড়ি-টুপিওয়ালাদের নিধন করেছিলেন মামলা–হামলার মাধ্যমে। দাড়ি-টুপিওয়ালাদের নির্মূল করতে গিয়ে হাসিনা নিজেই বাংলা থেকে নির্মূল হয়েছেন। ৫ মে শাপলা চত্বরে ইতিহাসের ভয়াবহ কিলিং মিশন পরিচালনা করেছিলেন ফ্যাসিবাদী হাসিনা।

হাসনাত আবদুল্লাহ আরও বলেন, ‘আমাদের দেশে সামাজিকভাবে আলেম-ওলামা ও মসজিদের ইমামদের সম্মান, শ্রদ্ধা করা হয়। কিন্তু রাষ্ট্রীয়ভাবে কোনো সম্মান করা হয় না। রাষ্ট্রীয়ভাবে আলেম-ওলামা ও মসজিদের ইমামদের নিয়োগ ও বেতন–ভাতার আওতায় আনার জন্য ইসলামিক ফাউন্ডেশন সঙ্গে আলোচনা অব্যাহত রেখেছি আমরা।’

বাংলাদেশে ফ্যাসিবাদের আর জায়গা হবে না উল্লেখ করে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আপনারা যাঁরা মনে করছেন, আওয়ামী লীগকে পুর্নবাসন করলে আওয়ামী লীগ আপনাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবে; সেটা ভুল ভাবছেন। ভোট বাড়ানোর জন্য আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা না করে আওয়ামী লীগ যে এত বছর অত্যাচার-নির্যাতন করেছে, তার বিচারের জন্য আওয়াজ তুলুন। আপনারা যদি বিচারের জন্য আওয়াজ তোলেন, তাহলে আমরা প্রয়োজনে আবার রাস্তায় নামব।’

দেশের সব রাজনৈতিক দলের নেতাদের উদ্দেশে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আপনারা দীর্ঘ ১৬ বছর নির্যাতন, নিপীড়ন ও অত্যাচারে মধ্যে দিয়ে সময় পার করেছেন। মামলার ভয়ে এখানে–সেখানে পালিয়ে বেড়িয়েছেন। জুলাই আন্দোলনে আপনাদের অবদান আমরা স্বীকার করছি। কিন্তু আপনারা কীভাবে এত সহজে আওয়ামী লীগের অত্যাচার, নির্যাতন, নিপীড়ন ভুলে গেলেন? মনে রাখবেন, আওয়ামী লীগকে যাঁরাই পুনর্বাসন করেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় এসে তাঁদের হত্যা করেছে। ফ্যাসিবাদ আর জুলুম যারা কায়েম করেছে, আপনারা যদি তাদের পক্ষে দাঁড়ান, তাহলে সেটা হবে মজলুমদের বিপক্ষে আপনার অবস্থান। আমরা আগামীর বাংলাদেশ এমনভাবে গড়তে চাই, যেখানে সবার অংশগ্রহণ থাকবে।’

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন দেবীদ্বার ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আলাউদ্দিন সরকার। দেবীদ্বার ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক মো. আল আমিনের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন উপজেলার ভৈষেরকুট ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার আবদুল হক, জয়পুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আলমগীর হোসেন, দেবীদ্বার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আশরাফুল আলম ওবাইদী প্রমুখ।

এ ছাড়া বেলা একটার দিকে দেবীদ্বার উপজেলা প্রশাসনের উদ্যোগে তারুণ্যের উৎসব–২০২৫ উদ্‌যাপন উপলক্ষে ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন হাসনাত আবদুল্লাহ। এ সময় কর্মশালায় অংশ নেওয়া শতাধিক শিক্ষার্থীকে বই উপহার দেন তিনি।