ময়মনসিংহে বাসে ওঠার সময় আরেক বাসের চাপায় নিহত ৫

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার চেলেরঘাট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাসের চাপায় পাঁচজন নিহত হয়েছেন। আজ বুধবার সকাল সোয়া সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।

দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের মধ্যে চারজনের পরিচয় জানা গেছে। তাঁরা হলেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের মারুয়াখালি গ্রামের আলতাফ হোসেন (৬৫), ত্রিশালের হদ্দেরভিটা গ্রামের জেসমিন আক্তার (২৬), নওপাড়া গ্রামের সিরাজুল ইসলাম (৩৪) ও ময়মনসিংহ সদর উপজেলার চুরখাই গ্রামের লিটন মিয়া (২৭)। আরেকজনের পরিচয় পাওয়া যায়নি।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনউদ্দীন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, শেরপুর থেকে ঢাকাগামী একটি বাস আজ সকালে চেলেরঘাট এলাকায় বিকল হয়ে যায়। ওই বাসে পোশাক কারখানার বেশ কয়েকজন শ্রমিক ছিলেন। বিকল হওয়া বাসটি মেরামত করতে সময় লাগবে ভেবে ওই শ্রমিকদের অনেকে অন্য বাসে ওঠার জন্য রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন। এ সময় একটি বাস থামলে শ্রমিকেরা তাতে উঠতে যান। পেছন থেকে অপর একটি বাস এসে তাঁদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন এবং পরে দুজন মারা যান।