নিখোঁজের ২০ ঘণ্টা পর ঝিনাই নদে ভেসে উঠল শিশুর লাশ

শিশু নিখোঁজের খবরে ঝিনাই নদের পাড়ে স্থানীয়দের ভিড়। গতকাল বিকেলে জামালপুরের সরিষাবাড়ীতে
ছবি: প্রথম আলো

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ঝিনাই নদে গোসলে নেমে নিখোঁজের ২০ ঘণ্টা পর সিফাত হোসেন (৮) নামের এক শিশুর লাশ পাওয়া গেছে। আজ শনিবার সকাল ৯টার দিকে নদের পানিতে লাশটি ভেসে ওঠে। সিফাত হোসেন উপজেলার মেদুর গ্রামের লাভলু মিয়ার ছেলে।

ফায়ার সার্ভিস ও পারিবারিক সূত্রে জানা গেছে, সিফাত হোসেন গত বৃহস্পতিবার মেদুর থেকে পাশের পঞ্চাশী গ্রামে নানা সাজু মিয়ার বাড়িতে বেড়াতে আসে। গতকাল দুপুর সাড়ে ১২টায় ঝিনাই নদে অন্য শিশুদের সঙ্গে সিফাত হোসেন গোসল করতে যায়। এ সময় সিফাত নদের পানিতে ডুবে যায়। খবর পেয়ে পরিবারের লোকজন নদের পানিতে সিফাতকে খুঁজতে থাকেন। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে উপজেলা ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে জামালপুর ফায়ার সার্ভিসের তিন সদস্যের ডুবুরি দল গতকাল বিকেলে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।

উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, ফায়ার সার্ভিসের ডুবুরি দল বিকেল থেকে টানা ৫ ঘণ্টা উদ্ধার অভিযান চালায়। না পেয়ে রাত ৯টায় অভিযান স্থগিত করা হয়। আজ সকাল ৯টায় পঞ্চাশী বাজারের পূর্ব পাশে ঝিনাই নদে শিশুর লাশ এলাকাবাসী ভাসতে দেখেন। পরে এলাকাবাসী পানি থেকে লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন।