সাভারে ট্রাকের চাকায় মাথা থেঁতলে মোটরসাইকেল চালক নিহত

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

ঢাকার সাভারের আশুলিয়ায় আজ সোমবার ট্রাকের চাকার নিচে মাথা থেঁতলে মো. দেলোয়ার হোসেন (৪০) নামের এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। তিনি বরিশালের আজগর আলীর ছেলে।

কয়েকজন প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ সোমবার বেলা ১১টার দিকে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়ক হয়ে মোটরসাইকেলে করে আবদুল্লাহপুরের দিকে যাচ্ছিলেন দেলোয়ার। তিনি জিরাবো এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা একটি পিকাপভ্যানের সঙ্গে মোটরসাইকেলের পেছনের অংশে ধাক্কা লাগে। এতে সড়কে ছিটকে পড়েন দেলোয়ার। এ সময় বিপরীতমুখী একটি ট্রাকের চাকা দেলোয়ারের মাথার ওপর দিয়ে গেলে হেলমেট ভেঙে তাঁর মাথা থেঁতলে যায়। ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে নিহত দেলোয়ার হোসেনের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

আশুলিয়ায় থানার উপপরিদর্শক (এসআই) শাহিন আহাম্মেদ প্রথম আলোকে বলেন, ঘটনাটি কীভাবে ঘটেছে, সেটি ওই স্থানের লোকজন ভালোভাবে বলতে পারছেন না। তবে ধারণা করা হচ্ছে, কোনো কারণে মোটরসাইকেল চালক সড়কে পরে গেলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন তিনি। নিহত দেলোয়ার হোসেনের পরিবারকে খবর দেওয়া হয়েছে। পরিবার এলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।