ইসলামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ ৯ নেতা-কর্মী গ্রেপ্তার
জামালপুরের ইসলামপুর উপজেলায় বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের ৯ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার ধর্মকুড়া বাজার এলাকায় ‘নাশকতার পরিকল্পনার জন্য জড়ো হওয়ায়’ তাঁদের আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে পুরোনো নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ইসলামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম ওরফে নবাব, পৌর শাখা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. মাহমুদুল হাসান, যুগ্ম আহ্বায়ক মো. নুরে আলম, সদস্য মো. রাসেল শেখ, মো. শাহান শাহ ও জয়ন্ত, পৌর শাখা কৃষক দলের আহ্বায়ক শেখ বাহাদুর রহমান, যুগ্ম আহ্বায়ক মো. মশিউর রহমান ও পৌর ছাত্রদলের সদস্য মো. মোখলেছুর রহমান।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ মাজেদুর রহমান প্রথম আলোকে বলেন, বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ইসলামপুর উপজেলার ধর্মকুড়া বাজার এলাকায় নাশকতার পরিকল্পনার জন্য সংগঠিত হয়েছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁরা সবাই আগে থেকেই নাশকতার মামলার আসামি ছিলেন। ওই মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।