ফরিদপুরে নিখোঁজের ৭৩ দিন পর মাটিতে পুঁতে রাখা চালকের লাশ উদ্ধার

ফরিদপুরের নগরকান্দায় নিখোঁজের ৭৩ দিন পর মাটিতে বিপ্লবের মরদেহ উদ্ধারের খবরে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। গতকাল যদুরদিয়া গ্রামেছবি: প্রথম আলো

ফরিদপুরের নগরকান্দায় নিখোঁজের দুই মাসের বেশি সময় পর মাটিতে পুঁতে রাখা অবস্থায় এক ইজিবাইকচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুরে উপজেলার কাইচাইল ইউনিয়নের উত্তরকান্দি গ্রামের এক প্রবাসীর বাড়িসংলগ্ন উঠান থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত ওই ইজিবাইকচালকের নাম বিপ্লব মাতুব্বর (২৭)। তিনি নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের যদুরদিয়া গ্রামের বাসিন্দা ছিলেন।

নগরকান্দা থানা-পুলিশ সূত্রে জানা গেছে, চলতি বছরের ১৭ মার্চ দুপুরে বিপ্লব মাতুব্বর নিজের ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন। পরে রাতে বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা তাঁকে খোঁজাখুঁজি করেন। নিখোঁজের তিন দিনের মাথায় ২০ মার্চ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন বিপ্লবের বাবা শামসুল মাতুব্বর।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলেন, গতকাল দুপুরে এক প্রবাসীর নির্মাণাধীন বাড়ির কাজ করতে গিয়ে মাটি খুঁড়ে বেল্টসহ প্যান্ট দেখতে পান রাজমিস্ত্রিরা। আরও মাটি খুঁড়লে একটি মরদেহের একাংশ বেরিয়ে আসে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিখোঁজের ৭৩ দিন পর বিপ্লবের মরদেহ উদ্ধার করে। মরদেহের প্যান্ট ও বেল্ট দেখে তাঁকে বিপ্লব বলে শনাক্ত করেন পরিবারের লোকজন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে বিপ্লবের ইজিবাইক ছিনতাই করে তাঁকে হত্যার পর ওই জায়গায় পুঁতে রাখা হয়েছে। তবে তাঁকে কীভাবে হত্যা করা হয়েছে, তা পুরোপুরি নিশ্চিত হওয়ার জন্য সিআইডির সহায়তায় মৃতদেহটি উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় থানায় আগে থেকে করা নিখোঁজের জিডিটি এখন হত্যা মামলায় রূপান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন