নিখোঁজের পরদিন জাদুকাটা নদীর তীরে মিলল স্কুলপড়ুয়া শিশুর লাশ

জাদুকাটা নদীর তীরে বালু–মাটিতে পুতে রাখা লাশ উদ্ধার করে পুলিশ। বৃহস্পতিবার সকালে তাহিরপুর উপজেলার মোদেরগাঁও গ্রামে
ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় নিখোঁজের পরদিন সাকিবুল ইসলাম (৭) নামে স্কুলপড়ুয়া এক শিশুর পুঁতে রাখা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার বাদাঘাট ইউনিয়নের মোদেরগাঁও গ্রামে জাদুকাটা নদীর পূর্ব পাড় থেকে তার লাশ উদ্ধার হয়।

নিহত সাকিবুল ইসলাম তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের মোদেরগাঁও গ্রামের কৃষক আবদুর রহিমের ছেলে। সে স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলে প্রথম শ্রেণিতে পড়ত।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল বুধবার সকালে শিশু সাকিবুলকে স্কুলে যেতে তাগাদা দেন মা। এরপর সে বাড়ি থেকে বেরিয়ে যায়। স্বজনেরা ভেবেছিলেন যে সাকিবুল স্কুলে গেছে। কিন্তু বিকেলেও বাড়িতে না ফেরায় স্বজনেরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে কোথাও খোঁজ না পেয়ে এলাকায় মাইকিং করা হয়। আজ সকালে গ্রামের পাশে জাদুকাটা নদীর তীরের বালুতে পুঁতে রাখা একটি শিশুর লাশ দেখা যায়। শিশুটির দুই হাত বালু-মাটির ওপরে ছিল। পরে স্বজনেরা গিয়ে তার লাশ শনাক্ত করেন। খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠায় পুলিশ।

বাদাঘাট ইউনিয়ন পরিষদের (ইউপি) ৭ নম্বর ওয়ার্ডের সদস্য ওয়াহেদ আলী প্রথম আলোকে বলেন, গ্রাম থেকে প্রায় এক কিলোমিটার দূরে জাদুকাটা নদীর পূর্ব পাড়ে শিশুটির লাশ পাওয়া গেছে। কেউই বুঝে উঠতে পারছেন না, এটা কে বা কারা ঘটাল। এ ঘটনায় সবাই হতবাক।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজিম উদ্দিন এলাকাবাসীর বরাত দিয়ে বলেন, সাকিবুলের পরিবার এলাকায় নিরীহ হিসেবে পরিচিত। কারও সঙ্গে তাদের ঝগড়া-বিবাদ নেই। তিনি বলেন, কারা, কী কারণে এ ঘটনা ঘটিয়েছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে পুলিশ।