খুলনা থেকে ‘জাহানাবাদ এক্সপ্রেস’ ছাড়া বাকি ৬ ট্রেন ছেড়েছে, যাত্রীও কম
প্রতিদিন সকাল ৬টা থেকে বেলা ১১টার মধ্যে খুলনা রেলস্টেশন থেকে ৭টি ট্রেন ছাড়লেও আজ বুধবার ৬টি ট্রেন ছেড়েছে। আজ সকাল ছয়টায় খুলনা রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশে জাহানাবাদ এক্সপ্রেস নামের ট্রেনটি ছেড়ে যায়নি।
রেলওয়ে রানিং স্টাফদের কর্মবিরতি প্রত্যাহারের পর আজ সকাল থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হলেও খুলনা রেলওয়ে স্টেশনে যাত্রী ছিল অনেক কম। সেখানকার কর্মকর্তারা বলছেন, ট্রেন চলাচল শুরু হওয়ার খবরটি অনেকেই জানেন না, এ কারণে যাত্রী কম। তবে দুপুরের মধ্যেই সব স্বাভাবিক হয়ে যাবে বলে মনে করছেন তাঁরা।
খুলনা রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, প্রতিদিন খুলনা থেকে সকাল ৬টায় ঢাকার উদ্দেশে ছেড়ে যায় ‘জাহানাবাদ এক্সপ্রেস’, ৬টা ১৫ মিনিটে খুলনা থেকে যশোরের বেনাপোলের উদ্দেশে ছেড়ে যায় ‘বেতনা এক্সপ্রেস’, ৬টা ৪৫ মিনিটে রাজশাহীর উদ্দেশে ছেড়ে যায় ‘কপোতাক্ষ এক্সপ্রেস’, ৭টা ১৫ মিনিটে নীলফামারীর চিলাহাটির উদ্দেশে ছেড়ে যায় ‘রূপসা এক্সপ্রেস’, সকাল ৯টায় ঢাকার উদ্দেশে ছেড়ে যায় ‘চিত্রা এক্সপ্রেস’, ৯টা ৩০ মিনিটে ‘রকেট মেইল’ ছেড়ে যায় চিলাহাটির উদ্দেশে, বেলা ১১টায় ‘মহানন্দা’ ছাড়ে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশে।
খুলনা রেলওয়ের স্টেশনমাস্টার মো. জাকির হোসেন প্রথম আলোকে বলেন, আজ ভোরের দিকে ট্রেন চলাচলের সিদ্ধান্ত হয়েছে। এরপর তাঁরা ট্রেন ছাড়ার প্রস্তুতি নিয়েছেন। সময় না পাওয়ায় সকালে জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি ছাড়া সম্ভব হয়নি। তবে অন্য সব ট্রেন খুলনা থেকে নিজ নিজ গন্তব্যে ছেড়ে গেছে। ট্রেন চলাচলের বিষয়টি না জানার কারণে যাত্রীর সংখ্যা বেশ কম।