কুমিল্লায় যুবককে ছুরিকাঘাতে হত্যা

লাশ
প্রতীকী ছবি

পূর্বশত্রুতার জেরে কুমিল্লা নগরের মনোহরপুর এলাকায় রোববার সন্ধ্যায় এ কে এম ফজলুল হক সড়কের ইজাজুল হক (৩০) নামের এক যুবককে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে।

ইজাজুল হক আদর্শ সদর উপজেলার আমড়াতলি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য সিরাজুল ইসলামের ছেলে। তাঁর বাড়ি ওই ইউনিয়নের গাবতলী মনিপুর গ্রামে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহমেদ সন্জু মোর্শেদ বলেন, ‘টাকা ভাগাভাগি নিয়ে ইজাজুল হককে ছুরিকাঘাত করা হয় বলে শুনেছি। পরে স্থানীয় ব্যক্তিদের উদ্ধার করে প্রথমে জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে ইজাজুল মারা যান।’

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক মো. শাওন সিকদার বলেন, ‘ইজাজুলের দুই পায়ের উরুতে ধারালো অস্ত্রের আঘাত ছিল। আমরা ধারণা করছি, অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে। হাসপাতালে আনার পর তিনি মারা যান।’

নিহত ব্যক্তির মামাতো ভাই মো. আলাউদ্দিন বলেন, ‘ইজাজুল দীর্ঘদিন বিদেশ ছিলেন। আজ শুনলাম, তাঁকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে।’

মনোহরপুর এলাকার অন্তত তিনজন ব্যবসায়ী বলেন, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে পাঁচ–ছয়জন ব্যক্তি আনন্দসিটি বিপণিবিতানের সামনে এক যুবককে প্রথমে মারধর করতে থাকে। পরে যুবকটি দৌড়ে পালাতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে যান। পরে যুবকটিকে তিন–চারজন দুর্বৃত্ত এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কামরান হোসেন বলেন, ‘সিসিটিভি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করার চেষ্টা করছি। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান নেমেছে।’