গণতান্ত্রিক চর্চাকে এগিয়ে নিতে বিতর্ক শক্তিশালী সহায়ক: স্পিকার শিরীন শারমিন

স্পিকার শিরীন শারমিন চৌধুরী

গণতান্ত্রিক চর্চাকে এগিয়ে নিতে বিতর্ক শক্তিশালী সহায়কের ভূমিকা পালন করে বলে মনে করেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

তিনি বলেন, ‘আমাদের চেতনাকে শাণিত করে যুক্তিনির্ভর চিন্তা বিস্তৃত করতে হবে। আসুন আমরা বিতর্ক করার সাহসে বলিয়ান হই। সৃজনশীল, মানবিক ও মূল্যবোধসম্পন্ন সমাজব্যবস্থা গড়ে তুলি।’

শনিবার সন্ধ্যায় চাঁদপুরে ভাষাবীর এম এ ওয়াদুদ স্মারক জাতীয় বিতর্ক উৎসবের সমাপনী অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন শিরীন শারমিন চৌধুরী। ভাষাবীর এম এ ওয়াদুদ মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারম্যান শিক্ষামন্ত্রী দীপু মনি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

প্রধান অতিথির বক্তব্যে স্পিকার আরও বলেন, এখন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় পর্যায় পেরিয়েও বিতর্কচর্চা হয়। একজন মানুষ বিতর্কচর্চার মাধ্যমে তাঁর চিন্তাচেতনার জগতে পরিবর্তন আনতে পারেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. মশিউর রহমান, একাত্তর টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু, বাংলাদেশ ডিবেট ফেডারেশনের (বিডিএফ) সাবেক সভাপতি আব্দুন নূর তুষার, চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মো. মিলন মাহমুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক এস শামীম রেজা, নগদ-এর পাবলিক কমিউনিকেশন অ্যান্ড অ্যাফেয়ার্স বিভাগের পরিচালক সোলাইমান সুখন, চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান, ড্যাফোডিল পরিবারের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নুরুজ্জামান প্রমুখ।